বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কার দিয়ে দিতে চান মারিয়া কোরিনা মাচাদো (Donald Trump Nobel Peace Prize)। তা শোনা মাত্রই নোবেল নিতে এক কথায় রাজি হয়ে গিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট! সব ঠিক থাকলে ওই নোবেল পুরস্কার পেতে পারতেন মার্কিন শাসক। তবে সেই পথে বাধা হয়ে দাঁড়াল নোবেল কমিটি। ট্রাম্প নোবেল নিতে চাইলেও তাঁকে ওই পুরস্কার দেওয়া নিয়ে সমস্যা রয়েছে কমিটির। তাতে বেজায় বেইজ্জত হলেন ডোনাল্ড!
ট্রাম্পকে নোবেল পুরস্কার দিতে রাজি নয় কমিটি?
মাচাদোর কাছ থেকে নোবেল শান্তি পুরস্কার নেওয়ার বিষয়ে ট্রাম্প রাজি থাকলেও সেই পথে কাঁটা হয়ে দাঁড়াল নোবেল কমিটি। সম্প্রতি ট্রাম্পের ইচ্ছা প্রকাশের বিষয় নিয়ে মুখ খুলে নোবেল কমিটির তরফে স্পষ্ট জানানো হয়েছে, “নোবেল পুরস্কার ফিরিয়ে দেওয়ার কোনও নিয়ম নেই। এটা হয় না। কারও নামে একবার নোবেল পুরস্কার ঘোষণা হয়ে গেলে তা ফিরিয়ে দেওয়া যায় না। কারও সাথে সেই নোবেল পুরস্কার ভাগ করে নেওয়াও যায় না। কেউ চাইলেই এই পুরস্কার দান করতে পারেন না।”
অবশ্যই পড়ুন: IPL-র আগেই ধাক্কা! দলে জায়গা হারালেন KKR পেসার
নোবেল কমিটি একেবারে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, ট্রাম্প অযৌক্তিক দাবি করলেই তা মানা হবে না। মাচাদো একবার যখন নোবেল পুরস্কার নিয়ে নিয়েছেন তিনি এবার তা ফিরিয়ে দিতে পারবেন না। নোবেল কমিটির এমন সিদ্ধান্তের জের বিশ্লেষক মহলের অনেকেই মনে করছেন, এই ঘটনায় অনেকটাই সম্মানহানি হল আমেরিকার শাসকের! যদিও ট্রাম্পকে নিয়ে খোলাখুলি ভাবে কিছুই বলেনি নোবেল কমিটি।
উল্লেখ্য, এর আগে গতকাল অর্থাৎ শনিবার মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, আগামী সপ্তাহেই মারিয়া কোরিনা মাচাদো আমেরিকা সফর করবেন। সেই সময় তিনি মাচাদোর দেওয়া নোবেল পুরস্কারটি গ্রহণ করার প্রস্তাব নিয়ে আলোচনা করবেন। না বললেই নয়, নোবেলজয়ী এমন সময়ে আমেরিকা সফর করছেন যখন সবেমাত্র ভেনেজুয়েলার দখল নিয়েছে মার্কিন সেনা। শুধু তাই নয়, গ্রিনল্যান্ড নিয়েও বড় পদক্ষেপের পথে ট্রাম্পের দেশ।