প্রীতি পোদ্দার, কলকাতা: মাসের প্রথম দিন থেকে জেলায় জেলায় শুরু হয়েছে একনাগাড়ে বৃষ্টি। যার নেপথ্যে রয়েছে নিম্নচাপ। জানা গিয়েছে এইমুহুর্তে ঝাড়খণ্ডে তৈরি হয়েছে নিম্নচাপ। তার উপর সক্রিয় মৌসুমী অক্ষরেখা। তার সঙ্গে একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখাও রয়েছে সক্রিয় অবস্থায়। যার জেরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে একাধিক জেলায়। তবে আর্দ্রতা জনিত অস্বস্তিকর আবহাওয়া একদমই কমবে না।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া | Weather Tomorrow |
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি মাসে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হয়েছে। যার দরুণ আগামীকাল অর্থাৎ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঝাড়গ্রাম ও পূর্ব বর্ধমানেও স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। তবে হাওড়া, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলেই জানা গিয়েছে। সঙ্গে বজ্র বিদ্যুৎ এর আশঙ্কা রয়েছে।
তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদীয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা—এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: অযোগ্যরা পরীক্ষায় কেন! সুপ্রিম কোর্টের নির্দেশ মনে করিয়ে রাজ্যের জবাব চাইল হাইকোর্ট
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
অন্যদিকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী কয়েক দিন ধরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এমনকি দার্জিলিং ও জলপাইগুড়িতে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।