সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের গাড়ির বাজারে SUV এর দাপট জনের পর দিন বাড়ছে। প্রতি মাসে বিক্রির পরিসংখ্যান দেখলেই স্পষ্ট উঠে আসছে, যে কোন ব্র্যান্ড বা মডেলের দাপট বাড়ছে এবং কোনটি পিছিয়ে পড়ছে। তবে ডিসেম্বর 2025 এর বিক্রির রিপোর্টে এবার বিরাট চমক দিল মারুতি সুজুকি। মাত্র 6.85 লক্ষ টাকার মারুই সুজুকির এক SUV (Maruti Suzuki SUV) টাটা, মাহিন্দ্রা, হুন্ডাইকে টপকে গিয়েছে।
SUV সেগমেন্টে নতুন কিং
আসলে গত ডিসেম্বর 2025-এ বিরাট কামব্যাক করেছে Maruti Suzuki Fronx। এই গাড়িটি বিক্রিতে সবাইকে একেবারে টেক্কা দিয়ে এক নম্বরে উঠে এসেছে। জানা গিয়েছে, এই গাড়ি ডিসেম্বর মাসে 20,706 ইউনিট বিক্রি হয়েছে। এই গাড়ির এক্স শোরুম দাম মাত্র 6.85 লক্ষ টাকা থেকে 11.98 লক্ষ টাকা। আর এটি পেট্রোল এবং সিএনজি উভয় ভেরিয়েন্টই পাওয়া যায়। আকর্ষণীয় ডিজাইন থেকে শুরু করে অত্যাধুনিক ফিচার্স এবং ভালো পারফরম্যান্স মিলিয়ে এই গাড়ি ক্রেতাদের মন জয় করেছে তা বলার অপেক্ষা রাখে না।
পিছিয়ে পড়ল Tata Nexon
যেখানে গত কয়েক মাস ধরে SUV বাজারে রাজত্ব করেছিল Tata Nexon, সেখানে ডিসেম্বর মাসে তারা এক ধাপ পিছিয়ে দ্বিতীয় স্তরে নেমে এসেছে। ডিসেম্বর মাসে এই গাড়ি বিক্রি হয়েছে 19,375 ইউনিট। তবুও বলা যায় যে, Tata Nexon এর বিক্রি এখনও বেশ শক্তিশালী এবং টাটা মোটরসের জন্য এটি বড় ভরসার জায়গা।
তৃতীয় স্থানে Maruti Suzuki Brezza
এদিকে একসময় বিক্রিতে ধাক্কা খাওয়া Maruti Suzuki Brezza ডিসেম্বর মাসে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। কারণ, ডিসেম্বর মাসে এই গাড়িটি 17,704 ইউনিট বিক্রি হয়েছে। আর বছরে শেষ মাসে বিক্রির গ্রাফ বেশ ভালো ভাবেই উঠেছে বলে মনে করা হচ্ছে।
চতুর্থ স্থানে Tata Punch
টাটা মোটরসের সবথেকে সাশ্রয়ী SUV Tata Punch ডিসেম্বর মাসে বেশ ভালো পারফরম্যান্স করেছে। ডিসেম্বর মাসে এই গাড়িটি 15,980 ইউনিট বিক্রি হয়েছে।
পঞ্চম স্থানে Mahindra Scorpio
এদিকে Mahindra Scorpio ডিসেম্বর মাসে বেশ পাকাপোক্ত অবস্থান দখল করে রেখেছে। কারণ, এই মাসে মোট 15,885 ইউনিট বিক্রি করতে পেরেছে এই SUV।
আরও পড়ুন: বছরে ৬৫ দিন বন্ধ, দেখুন পশ্চিমবঙ্গে ২০২৬ এর স্কুল ছুটির তালিকা
বাকিদের অবস্থান কোথায়?
ডিসেম্বর মাসের রিপোর্ট বলছে—
- ষষ্ঠ স্থানে রয়েছে Hyundai Creta। তারা ডিসেম্বর মাসে মোট 13,154 ইউনিট বিক্রি করতে পেরেছে।
- সপ্তম স্থানে রয়েছে Mahindra Bolero। তাদের জনপ্রিয়তা আবার বেড়েছে। কারণ ডিসেম্বর মাসে 10,611 ইউনিট বিক্রি হয়েছে এই গাড়ি।
- অষ্টম স্থানে রয়েছে Hyundai Venue। এই গাড়ি বিক্রিও বেড়েছে। কারণ, ডিসেম্বর মাসে 10,322 ইউনিট বিক্রি হয়েছে এই গাড়ি।
- নবম স্থানে রয়েছে Mahindra XUV3XO। ডিসেম্বর মাসে এই গাড়িটি 9422 ইউনিট বিক্রি হয়েছে।
- দশম স্থানে রয়েছে Kia Sonet। এই গাড়িটি ডিসেম্বর মাসে 9418 ইউনিট বিক্রি হয়েছে।