সকাল ৮টা থেকে রাত ১২টা অবধি এরা কাটতে পারবে না টিকিট! আজ থেকে নিয়ম বদলাল রেল

Railways Ticket Booking New Rules

কৌশিক দত্ত, কলকাতাঃ ভারতীয় রেল যাত্রী সুবিধার জন্য লাগাতার তাদের নিয়মে পরিবর্তন করেই চলেছে। এর আগে IRCTC টিকিট বুকিংয়ে স্বচ্ছতা বাড়াতে কয়েক লক্ষ ভুয়ো অ্যাকাউন্ট ব্লক করেছিল। এছাড়াও তৎকাল রিজার্ভেশনের জন্য OTP সিস্টেমও লাগু করেছে। আর এবার রেল আরও একটি নিয়মে বড় পরিবর্তন করল। এবার অ্যাডভান্স বুকিং উইন্ডো খোলার প্রথম দিনেই আধার লিংক ছাড়া আইআরসিটিসি ব্যবহারকারীদের টিকিট বুকিংয়ের নিয়মে (Railways Ticket Booking New Rules) বদল আনা হয়েছে।

আজ থেকে বদলে গেল রেলের টিকিট বুকিংয়ের নিয়ম

আজ ১২ জানুয়ারি থেকে আধার লিংক করা ছাড়া IRCTC ব্যবহারকারীরা সকাল ৮টা থেকে ১২টা অবধি ট্রেনের টিকিট বুক করতে পারবে না। রেলের এই নতুন নিয়ম অ্যাডভান্স বুকিংয়ের প্রথম দিন লাগু হবে। সহজে বলতে গেলে অ্যাডভান্স বুকিংয়ের (সফরের ৬০ দিন আগে) প্রথম দিন আধার লিংক ছাড়া IRCTC ব্যবহারকারীরা সকাল ৮টা থেকে রাত ১২টা অবধি টিকিট বুক করতে পারবে না। আজ ১২ জানুয়ারি থেকে তারা শুধু রাত ১২টার পরই অ্যাডভান্স বুকিং করতে পারবে।

নতুন নিয়মে লাভ হবে যাত্রীদের ?

রেলের রিজার্ভেশনের এই নতুন নিয়মের ফলে ত্রেলের টিকিট দালাল ও ভুয়ো সফটওয়ার ব্যবহার করে ট্রেনের টিকিট বুক করা ব্যক্তিদের মাথায় বাজ পড়বে। যার ফলে প্রকৃত রেল যাত্রীদের সংরক্ষিত আসন পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। টিকিটের অ্যাডভান্স বুকিং শুরুর দিন প্রকৃত যাত্রীদের কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।

আরও পড়ুনঃ NPS বাৎসল্য স্কিমের নিয়মে বড় বদল, বিনিয়োগের আগে অবশ্যই জেনে নিন

আধার লিংক ছাড়া বুক করতে পারবেন টিকিট?

আপনি যদি নিজের আইআরসিটিসি অ্যাকাউন্টের সাথে আধার লিংক না করে থাকেন, তাহলে আপনি অ্যাডভান্স টিকিট উইন্ডো খোলার দিন সকাল ৮টা থেকে রাত ১২টা অবধি টিকিট বুক করতে পারবেন না। তবে রাত ১২টার পর আপনি টিকিট কাটতে পারবেন।

Leave a Comment