বাঘাযতীন স্টেশনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! ব্যাহত ট্রেন পরিষেবা, পুড়ে ছাই অসংখ্য দোকান

Fire At Baghajatin Rail Station

প্রীতি পোদ্দার, কলকাতা: সপ্তাহের প্রথম দিনেই ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাটি ঘটেছে বাঘাযতীন রেল স্টেশনে (Fire At Baghajatin Rail Station)। আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত প্ল্যাটফর্মের উপরে থাকা অস্থায়ী দোকানগুলি। শুধু তাই নয়, এই অগ্নিকাণ্ডের জেরে ব্যাহত হয়েছে রেল চলাচল, চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা।

ঠিক কী ঘটেছিল?

রিপোর্ট মোতাবেক, আজ, সোমবার, সকাল প্রায় ৬টা ৩০ মিনিট নাগাদ বাঘাযতীন স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে থাকা একটি কাপড়ের দোকানে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানেও। ঘন ধোঁয়ায় ঢেকে যায় প্ল্যাটফর্ম এলাকা। সকাল সকাল হঠাৎ এই আগুন দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। অনেকে দৌড়ে নিরাপদ জায়গায় সরে যান। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শেষ আপডেট অনুযায়ী, কয়েকটি অস্থায়ী দোকান সম্পূর্ণ পুড়ে গেলেও এখনও হতাহতের কোনও খবর নেই।

ব্যাহত ট্রেন পরিষেবা

রেল সূত্রে খবর, অস্থায়ী দোকানগুলিতে বেশ কিছু দাহ্য সামগ্রী থাকার কারণে এবং শর্ট সার্কিট থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিক অনুমান করছে দমকল ও রেল কর্তৃপক্ষ। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে অগ্নিকাণ্ডের জেরে নিরাপত্তার স্বার্থে শিয়ালদহ দক্ষিণ শাখার ডাউন লাইনে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। প্রায় আধঘণ্টা ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকে। এর প্রভাব পড়ে আপ লাইনেও। একাধিক লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের ট্রেন চলাচল শুরু হয়।

আরও পড়ুন: সকাল ৮টা থেকে রাত ১২টা অবধি এরা কাটতে পারবে না টিকিট! আজ থেকে নিয়ম বদলাল রেল

প্রসঙ্গত, সোমবার সকালে ব্যস্ত সময়ে এই অগ্নিকাণ্ডের ঘটনায় অফিসযাত্রী ও নিত্যযাত্রীদের চরম সমস্যায় পড়তে হয়। একদিকে আগুন আতঙ্ক অন্যদিকে ট্রেন পরিষেবা ব্যাহত। তবে এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে, অস্থায়ী দোকানগুলির নিরাপত্তা ব্যবস্থা। অনেক যাত্রীই জানিয়েছেন, প্ল্যাটফর্মে থাকা দোকানগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থার ঘাটতি রয়েছে। তাই রেল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, পুরো ঘটনার তদন্ত করা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, সেদিকেও নজর দেওয়া হবে।

Leave a Comment