সৌভিক মুখার্জী, পুরুলিয়া: পুরুলিয়ার পাহাড়ি জেলায় দেখা গেল বরফের আস্তরণ! শূন্যের নিচে পারদ না নামলেও তুষারপাত (Purulia Snowfall)? তাহলে কি এবার পুরুলিয়া কাশ্মীর, দার্জিলিং-এ পরিণত হচ্ছে? কখনও খরের উপর, কখনও লোহার পাইপ, এমনকি কখনও ঘাস ভরা মাঠে জমে থাকছে বরফের সাদা আস্তরণ। যাকে গ্রাউন ফ্রস্ট বা ভূমি তুহিন বলা হচ্ছে। আর এ নিয়ে গোটা বঙ্গে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য!
পুরুলিয়াতে তুষারপাত!
বিশেষজ্ঞরা বলছেন, যখন সর্বনিম্ন তাপমাত্রা জিরো থেকে পাঁচের মধ্যে ঘোরাফেরা করে, তখনও বরফ জমার সম্ভাবনা থাকে। কিন্তু এটা তুষারপাত নয়, বরং তাপমাত্রা কমে যাওয়ার কারণে জল বরফের আস্তরণে পরিণত হয়। এই ঘটনা নতুন নয়, বরং বছর ছয়েক আগে বেগুনকোদরে এরকম বরফের আস্তরণ দেখা গিয়েছিল। হ্যাঁ, শেষবার ২০১৯ সালের ২৮ ডিসেম্বর এরকম তুষার পড়ার ঘটনা ঘটেছিল। আর এবার বুধবার থেকেই ফের দেখা যাচ্ছে বরফের আস্তরণ।
আসলে এবারের শীতের মরসুমে তাপমাত্রা সর্বনিম্ন ৪ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড ভেঙেছিল পুরুলিয়ায়। যখন বুধবার থেকে শনিবার চারদিন পুরুলিয়া ৪ ডিগ্রিতে ছিল, তখন দার্জিলিং-এ ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস। আর রবিবার পুরুলিয়ায় সর্বনিম্ন ৫ ডিগ্রি তাপমাত্রা নেমেছিল। তাপমাত্রার দিক থেকে উত্তরের জেলাগুলিকে যে টেক্কা দিচ্ছে পুরুলিয়া তা বলার অপেক্ষা রাখে না। এমনকি অযোধ্যা পাহাড়ের সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রির ঘর ছুঁয়েছিল বলেই দাবি করা হচ্ছে। আর রবিবার সকাল হতেই অযোধ্যার হিলটপে সীতাকুণ্ড এলাকায় ঘাসের উপর এরকম সাদা বরফের আস্তরণ দেখা যায়। এমনকি গাড়ির ছাদেও সাদা চাদর ঢেকে যায় যা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন: সকাল ৮টা থেকে রাত ১২টা অবধি এরা কাটতে পারবে না টিকিট! আজ থেকে নিয়ম বদলাল রেল
পুরুলিয়ায় তুষারপাত কেন?
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেছে, শীত উপভোগ করছি, সাথে তুষারপাতও। পুরুলিয়া থেকেই এবার বরফের দর্শন হয়ে গেল। বেগুনকোদরেও এরকম ঘটনা দেখা গিয়েছিল। পাশাপাশি পুরুলিয়া জেলার বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় বলেছেন, এই সাদা আস্তরণকে তুষারপাত বলা যাবে না। কারণ, এটা তুষার জমেছে। ৫ ডিগ্রির নিচে তাপমাত্রা নামলেই সাধারণত তুষার জমে। আর এটা পুরুলিয়া নয়, বরং যে কোনও জায়গায় ঘটতে পারে। তার জন্য অবশ্যই মেঘমুক্ত আকাশ এবং দূষণমুক্ত বাতাস থাকতে হবে। পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা কখনও ৪ ডিগ্রিতে নামেনি। তবে এবারই রেকর্ড ছাড়াল। সেই কারণেই এরকম তুষার জমার ছবি।