T20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ পাকিস্তানে আয়োজনের ইচ্ছে প্রকাশ PCB-র

PCB wants to host 2026 Men’s T20 World Cup Bangladesh matches

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অন্যের বিপদে নিজের আখের গুছিয়ে নেওয়ার স্বভাবটা পাকিস্তানের আজকের নয়! এবার ক্রিকেটেও সেই স্বভাবের সদ্ব্যবহার করল পশ্চিমের দেশ। ভারত বাংলাদেশের মধ্যেকার ক্রিকেটীয় সম্পর্ক কিছুটা জটিল হওয়ার পরই বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের (2026 Men’s T20 World Cup) ম্যাচগুলি নিজেদের দেশে আয়োজন করার প্রস্তাব দিয়ে বসলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। PCB প্রধান মহসিন নকভি একেবারে খোলাখুলি সেই সিদ্ধান্ত জানালেন।

বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে এক পায়ে খাড়া পাকিস্তান!

মুস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়ার পরই ভারতে খেলতে আসবে না বলে গোঁ ধরে বসে রয়েছে বাংলাদেশ। এদেশ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে এ নিয়ে দুবার চিঠি দিয়ে ফেলল পদ্মা পাড়ের ক্রিকেট বোর্ড। তাতে অবশ্য মোম গলেনি। ICC খুব পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে ভারতেই আসতে হবে ওপার বাংলার টাইগারদের। অন্যথায় পয়েন্ট কাটা যাবে তাদের। প্রতিপক্ষকে দিয়ে দেওয়া হবে ওয়াকওভার।

ICC র কড়া নির্দেশ সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় বাংলাদেশ বোর্ড। আর ঠিক সেই সময়ের সুযোগ নিয়ে এবার বাংলাদেশের ম্যাচগুলি নিজেদের দেশে টেনে নেওয়ার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। মুস্তাফিজুরদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলি নিজেদের দেশে আয়োজন করার প্রস্তাব দিয়ে সব রকম ব্যবস্থা করার দাবি জানাল PCB। এ প্রসঙ্গে পাক সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তান বোর্ডের কর্তাদের বাংলাদেশের ম্যাচ আয়োজনের বার্তা দিয়েছেন নকভি।

পাক বোর্ডের প্রধান নাকি জানিয়েছেন, বাংলাদেশ তাদের বিশ্বকাপের ম্যাচগুলি ভারতে খেলতে না চাইলে তারা পাকিস্থানে আসতে পারে। লিটন দাসেদের জন্য পাকিস্তানের ক্রিকেট মাঠ প্রস্তুত রাখা হবে। শুধু তাই নয়, বিশ্বকাপে প্রয়োজনীয় সমস্ত রকম সুবিধা পাবে বাংলাদেশ দল। খেলোয়াড়দের নিরাপত্তা নিয়েও কোনও চিন্তা করতে হবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এমনটাই আশ্বাস দিয়েছেন পাক বোর্ডের প্রধান। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ICC র সিদ্ধান্তের উর্ধ্বে গিয়ে এখনও চেষ্টা চালাচ্ছে। তারা ইতিমধ্যেই বিশ্বকাপের ম্যাচগুলি শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ করে ফেলেছে। এর মাঝে পাকিস্তানের এমন দাবি যে মানা হবে না সে কথা কমবেশি সকলেই বুঝছেন।

অবশ্যই পড়ুন: নাশ হবে শত্রুর, আপগ্রেডেড পিনাকা রকেট লঞ্চার পাবে ভারতীয় সেনা!

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও নেই। তার আগে বাংলাদেশের ক্রিকেটাররা জানেন না কোথায় খেলতে হবে। এ নিয়ে ওপার বাংলার ক্রিকেট মহলের অনেকেরই মত, বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইভেন্টের আগে ক্রিকেটারদের মানসিক প্রস্তুতিটাই সবচেয়ে বড়। এদিকে BCB এখনও চূড়ান্ত করে উঠতে পারেনি তারা আদৌ বিশ্বকাপে খেলবে কিনা, খেললে কোথায় খেলবে! এ পরিস্থিতিতে বিশ্বকাপের জন্য প্রস্তুতিতে যথেষ্ট সমস্যা হচ্ছে ওপার বাংলার ক্রিকেটারদের। ইতিমধ্যেই ক্রিকেট নিয়ে এমন বিতর্কের মুখে মেয়েদের বক্তব্যের মধ্যে দিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন বাংলাদেশের বিশ্বকাপ দলের সদস্য মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্তরা।

Leave a Comment