ISL শুরুর আগেই বাড়বে শক্তি! ইস্টবেঙ্গলের নজরে দুই দুর্ধর্ষ স্ট্রাইকার

East Bengal FC May Buy 2 foreign footballers before isl

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিপক্ষের জাল গোলে ভরিয়ে দিতে সুদূর মরক্কো থেকে নিয়ে আসা হয়েছিল দীঘল ফুটবলার হামিদ আহদাদকে। ওদিকে দুর্ধর্ষ গ্রিক স্ট্রাইকার দিমিত্রিয়স দিয়ামানতাকোসকে ছেড়ে দিয়ে তাঁর বদলি হিসেবে কেনা হয়েছিল জাপানের হিরোশি ইবুসুকিকে। তবে দুই ফুটবলারকে দলে টেনে আশায় বুক বাঁধলেও ইস্টবেঙ্গলের (East Bengal FC) হয়ে দাগই কাটতে পারেননি এই দুই খেলোয়াড়। তাতে শেষ পর্যন্ত দুই দফায় দুজনকেই ছেড়ে দিয়েছে লাল হলুদ। এখন প্রশ্ন, মশাল শিবিরে কারা হবেন হামিদ এবং হিরোশির বিকল্প? শোনা যাচ্ছে, সেই উত্তর খুঁজতেই উঠে পড়ে লেগেছে ইস্টবেঙ্গলের থিঙ্ক ট্যাঙ্ক। সূত্রের খবর, ইতিমধ্যেই নাকি দুজন স্ট্রাইকারকে রাডারে রেখেছে তারা।

আনুষ্ঠানিক ঘোষণা আসেনি

হামিদ অহদাদকে প্রথমে ছেড়ে দিয়েই আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। তবে ইন্ডিয়ান সুপার লিগের আগে জাপানি বোম্বার হিরোশিকে ছেড়ে দিলেও আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা লাল হলুদের তরফে আসেনি। যদিও শোনা যাচ্ছে, খুব শীঘ্রই এই জাপানি স্ট্রাইকারের সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার খবর সমাজমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানাবে শহরের ঐতিহ্যবাহী দল ইস্টবেঙ্গল। তবে সেই আনুষ্ঠানিক ঘোষণার আগেই নাকি হামিদ এবং হিরোশির বিকল্প একপ্রকার খুঁজে ফেলেছে অস্কার ব্রুজোর দল।

দুই স্ট্রাইকারে নজর ইস্টবেঙ্গলের!

আগামী 14 ফেব্রুয়ারি, ভালবাসা দিবসের দিন শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ। বহু টালবাহানার পর শেষ পর্যন্ত এবছরের মতো ISL আয়োজনের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সেই সূত্রেই, টুর্নামেন্টের সমস্ত খরচ বহন করবে তারা। এদিকে ISL শুরুর আগেই দুই স্ট্রাইকারকে ছেড়ে দেওয়ার অল্প সময়ের মধ্যেই নাকি দুই দাপুটে স্ট্রাইকারকে খুঁজে নিয়েছে লাল হলুদ।

অবশ্যই পড়ুন: T20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ পাকিস্তানে আয়োজনের ইচ্ছে প্রকাশ PCB-র

কয়েকটি বিশ্বস্ত সূত্রের যা দাবি, হামিদ এবং হিরোশির ফাঁকা জায়গা ভরাট করতে এবার ব্রাজিলের দুর্ধর্ষ স্ট্রাইকার দিয়েগো মরিসিও এবং উরুগুয়ের হর্হে ডিয়াজেরকে নজরে রেখেছে লাল হলুদ। এদের মধ্যে যেকোনও একজন অথবা উভয় ফুটবলারকে সই করিয়ে নিতে পারে ইস্টবেঙ্গল। চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ইন্ডিয়ান সুপার লিগের আগেই। এখানেই শেষ নয়, এও শোনা যাচ্ছে কয়েকজন আফ্রিকান স্ট্রাইকারেরও খোঁজ চালাচ্ছে ইস্টবেঙ্গল

উল্লেখ্য, ব্রাজিলিয়ান ফুটবলার দিয়েগো কিছুদিন আগেই ওড়িশার জার্সিতে কামাল দেখিয়েছিলেন। তাছাড়াও সম্প্রতি ইন্দোনেশিয়ার ক্লাব পারসেবায়া সুরাবায়ার অংশ হয়েছিলেন তিনি। অন্যদিকে হর্হেও বল পায়ে দক্ষতা দেখিয়েছেন বিভিন্ন ক্লাবে। এই দুজনই ভারতীয় ফুটবলে খেলেছেন বহুদিন। সেই সূত্রে, এদেশের ফুটবলের DNA কিছুটা হলেও বোঝেন তাঁরা। এখন প্রশ্ন, আদৌ কি এই দুই ফুটবলার আসবেন ইস্টবেঙ্গলে? উত্তর মিলবে সময় হলেই।

Leave a Comment