সৌভিক মুখার্জী, কলকাতা: ছোট এক টাকার কয়েনের বিতর্কে রেশ কাটতে না কাটতেই এবার বাঁকুড়ায় নতুন সমস্যা মাথাচাড়া দিয়ে উঠল। জেলার বিভিন্ন এলাকায় কিছু ব্যবসায়ী এবার পুরনো ৫০ ও ১০০ টাকার নোট (50 And 100 Rupee Note) নিতে অস্বীকার করছে বলে অভিযোগ। সবজি বাজার থেকে শুরু করে মাছের দোকানদার, এমনকি একাধিক ক্ষেত্রে ক্রেতাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে এই পুরনো নোট। তাহলে কি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই ৫০ ও ১০০ টাকার নোট বাতিল করে দিল?
কী বলছে প্রশাসন?
এই বিষয়টি প্রকাশ্যে আসতেই সক্রিয় হয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন। এক প্রশাসনিক আধিকারিক বলেছেন, দেশে যে নোট বা কয়েন আইনত চালু রয়েছে, তা নিতে অস্বীকার করা সত্যিই শাস্তিযোগ্য অপরাধ। পুরনো ৫০ ও ১০০ টাকার নোট কিংবা এক টাকার কয়েন সব কিছুই বৈধ মুদ্রা। কেউ যদি এই নোট নিতে অভিযোগ তোলে, তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের তরফে ব্যবসায়ীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, চালু মুদ্রা লেনদেনে কোনও বাধা সৃষ্টি করা যাবে না।
তবে ব্যবসায়ীদের দাবি সম্পূর্ণ আলাদা। বাঁকুড়া শহরের চকবাজার এলাকার এক সবজি বিক্রেতা বলেছেন, কিছুদিন আগেই আমরা পুরনো ৫০ ও ১০০ টাকার নোট নিতাম। তবে এখন পাইকারি বাজারে ওই নোট চালাতে পারছি না। সমস্যা হচ্ছে। মহাজন ওই টাকা নিতে চাইছে না। তাই বাধ্য হয়ে আমরাও ক্রেতাদের কাছ থেকে নিচ্ছি না। তাদের দাবি, যদি সমস্ত স্তরের নিয়ম মেনে পুরনো নোট গ্রহণ করা হয়, তাহলে আমরাও কোনওরকম আপত্তি করব না।
কেন বাড়ছে সমস্যা?
আসলে বিশেষজ্ঞদের মতে এর পেছনে নোটের আকার ও পরিবর্তন কারণ হিসেবে কাজ করছে। এক দশক আগে বড় নোট বাতিলের পর ধাপে ধাপে নতুন ডিজাইনের নোট বাজারে আনছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। আর পুরনো ৫০ ও ১০০ টাকার নোট তুলনায় আকারে অনেকটাই বড় এবং নতুন নোট ছোট হওয়ার কারণে ক্রেতা-বিক্রেতা উভয়ই নতুন নোটে অভ্যস্ত হয়ে পড়ছে। ফলত, কারও কাছে পুরনো নোট থাকলে তা লেনদেনের সময় আপত্তির মুখে পড়ছে। আর এই প্রবণতা চলতে থাকলে ভবিষ্যতে পুরনো নোট অচল হয়ে পড়তে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন: অধ্যাপকদের পেনশন-গ্র্যাচুইটি নিয়ে বড় স্বস্তি দিল পশ্চিমবঙ্গ সরকার
তবে এদিকে ব্যবসায়ীরা নতুন নোটের গুণগত মান নিয়ে ক্ষোভ প্রকাশ করছে। কারণ, তারা দাবি করছে, পুরনো নোট বহুদিন ব্যবহারের পর ভালো থাকত। কিন্তু নতুন ৫০ ও ১০০ টাকার নোট অল্প দিনের মধ্যেই নরম হয়ে ছিঁড়ে যাচ্ছে। এমনকি অনেক নোট ক্রেতারা নিতে চাইছে না। তবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক পুরনো ৫০ ও ১০০ টাকার নোট নিয়ে কোনও রকম নির্দেশিকা জারি করেনি। অর্থাৎ, এই নোট আগের মতোই সচল থাকবে এবং নতুন নোটের মতোই লেনদেন করা যাবে।