বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে জট কেটেও যেন কাটল না।। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপের পরই সমস্ত ক্লাবকে নিয়ে ISL (Indian Super League) আয়োজনের দায়িত্ব নেয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এবছরের মতো দেশের সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতা চালিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানায় তারা। তবে অর্থ খরচ করে ISL খেলা ঠিক হবে কিনা তা নিয়েই এখন দোলাচলে ক্লাবগুলি। এরই মাঝে, গত শনিবার ইস্টবেঙ্গল, মোহনবাগান সহ সমস্ত ক্লাবকে চিঠি দিয়ে ফেডারেশন জানিয়ে দিয়েছে, আজ অর্থাৎ সোমবার দুপুরের মধ্যেই ক্লাবগুলিকে জানিয়ে দিতে হবে তারা তাদের হোমগ্রাউন্ড হিসেবে কোন মাঠ বেছে নেবে।
ISL খেলা নিয়ে দুশ্চিন্তায় ক্লাবগুলি
এতদিন ইন্ডিয়ান সুপার লিগ আয়োজন করতে চেয়ে বারবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দরজায় কড়া নেড়েছে ক্লাবগুলি। হাজারো প্রতিবাদ, চিঠির মাঝে শেষ পর্যন্ত ISL আয়োজন করতে রাজি হয়ে গিয়েছে AIFF। আর ঠিক সেই পর্যায়ে দাঁড়িয়ে, এবার ক্লাবগুলি পেছনে সরতে শুরু করেছে। জানা যাচ্ছে, আর্থিক সমস্যার কথা ভেবেই ইন্ডিয়ান সুপার লিগে অংশগ্রহণ নিয়ে কিছুটা সংশয়ে রয়েছে ক্লাবগুলি।
শনিবার বিকেলে ক্লাবগুলিকে চিঠি দিয়ে ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ জানিয়েছিলেন, এবছর ইন্ডিয়ান সুপার লিগ আয়োজন করতে বাজেট ধরা হয়েছে 24 কোটি 26 লাখ 74 হাজার টাকা। এর মধ্যে 9 কোটি 77 লাখ 40 হাজার টাকা ফেডারেশন একাই দেবে। বাকি অর্থ তুলতে প্রত্যেক ক্লাবকে 1 কোটি টাকা করে দিতে বলা হয়েছে। শুধু তাই নয়, ক্লাবগুলি তাদের হোম গ্রাউন্ড হিসেবে কোন মাঠ বেছে নেবে সেটাও সোমবারের মধ্যে জানিয়ে দিতে বলা হয়েছিল তাদের। তবে 1 কোটি টাকা খরচ করে ISL এ অংশগ্রহণ করবে কিনা তা নিয়েই আপাতত চিন্তায় ক্লাবগুলি।
সূত্রের খবর, ইন্ডিয়ান সুপার লিগের বিভিন্ন ক্লাবের তরফ থেকে ISL এ অংশগ্রহণের চূড়ান্ত খসড়া জানার পর সম্প্রচার সত্বের অংশীদার নিয়োগের কথা বলা হয়েছে। আসলে দলগুলি গোটা বিষয়টি ভালোভাবে বুঝতে চাইছে। তারপরই ম্যাচের সংখ্যা বুঝে স্লট পাওয়ার জন্য AFC কে চিঠি লিখবে দাঁড়া। এদিকে ফেডারেশন মনে করছে ক্লাবগুলোর তরফে সরকারিভাবে সম্পূর্ণ খসড়া পাওয়া গেলে তবেই ইন্ডিয়ান সুপার লিগ আয়োজন করা সহজ হবে। মূলত সে কারণেই মোহনবাগান সহ অন্যান্য সমস্ত দলকে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর সময় বেঁধে দিয়েছে AIFF। এদিকে ওড়িশা নাকি সোমবার বিকেলের মধ্যে জানিয়ে দেবে তারা এত অর্থ খরচ করে ISL খেলবে কিনা।
অবশ্যই পড়ুন: ISL শুরুর আগেই বাড়বে শক্তি! ইস্টবেঙ্গলের নজরে দুই দুর্ধর্ষ স্ট্রাইকার
যুবভারতীতে খেলবে ইস্টবেঙ্গল-মোহনবাগান?
ফেডারেশনের বেঁধে দেওয়ার সময় অনুযায়ী এতক্ষণ নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার কথা ইস্টবেঙ্গল মোহনবাগানের। তবে কিছুদিন আগেই লিওনেল মেসি কাণ্ডে যুবভারতী যেভাবে উত্তাল হয়ে উঠেছিল। দর্শকদের ক্ষোভের মুখে যেভাবে স্টেডিয়ামের সাড়ে সর্বনাশ হয়েছে, তা পুনরায় মেরামত করে সেখানে ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ আয়োজন করা যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে নানা মহলে। ফলে ইস্ট এবং মোহনের ISL ম্যাচ আদৌ যুবভারতীতে হবে কিনা তা সেই উত্তর জানা নেই কারও।