মুস্তাফিজুরকে বাদ দিয়ে ঘোষণা হোক T20 বিশ্বকাপের দল! বাংলাদেশকে ৩টি পরামর্শ ICC-র

ICC On Mustafizur Rahman big update before T20 World Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসবে না বলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ICC অবশ্য পাল্টা জানায়, বিশ্বকাপ খেলতে ভারতেই আসতে হবে বাংলাদেশ দলকে। অন্যথায় কাটা যাবে পয়েন্ট। বিশ্ব ক্রিকেট সংস্থার এমন নির্দেশ সত্ত্বেও পুনরায় জয় শাহের সংস্থাকে চিঠি দিয়েছিল BCB। এবার শোনা যাচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নাকি মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করার সুপারিশ করেছে ICC (ICC On Mustafizur Rahman)।

মুস্তাফিজুরকে বাদ দিয়েই দল ঘোষণা করবে BCB?

সমস্যা বাড়ে মুস্তাফিজুর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়ার পরই। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে ওপার বাংলার কাটার মাস্টারকে ছেড়ে দেয় শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। আর তারপরেই বেঁকে বসে পদ্মা পাড়ের ক্রিকেট বোর্ড। ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠাবে না বলে গোঁ ধরেছে তারা। এরই মাঝে এবার শোনা যাচ্ছে, ফিজকে বাদ দিয়েই নাকি বিশ্বকাপের দল গড়ার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশের সংবাদমাধ্যম যুগান্তরের এক প্রতিবেদন অনুযায়ী, ICC র নিরাপত্তা বিভাগ থেকে একটি চিঠি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার বাফুফে ভবনের সংবাদ সম্মেলন চলাকালীন ওপার বাংলার যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল স্পষ্ট জানান, “আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ওই চিঠিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তার আশঙ্কা বাড়তে পারে বলে উল্লেখ করেছে।”

অবশ্যই পড়ুন: বয়কট দূর ছাই, ভারতের সাথে আরামসে চলছে ব্যবসা! জানালেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা

আসিফ নজরুলের কথা মতো, বাংলাদেশ বোর্ডকে দেওয়া চিঠিতে জয় শাহরা তিনটি পরামর্শের মধ্যে প্রথম পরামর্শ হিসেবে বাংলাদেশের বিশ্বকাপের দলে তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে না রাখার উপদেশ দেওয়া হয়েছে। দ্বিতীয় পরামর্শ হিসেবে বাংলাদেশ দলের জার্সি ও পতাকা নিয়ে দর্শকদের চলাফেরায় সতর্ক থাকতে বলা হয়েছে এবং তৃতীয় অর্থাৎ শেষ পরামর্শ হিসেবে ওই চিঠিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন যতই ঘনিয়া আসছে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা তত ঝুঁকিপূর্ণ হবে বলেই দাবি করা হয়েছে বিশ্ব ক্রিকেট সংস্থার তরফে। এ নিয়ে প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত প্রতিক্রিয়া জানায়নি ICC।

Leave a Comment