স্বস্তি ক্ষণস্থায়ী! পৌষ পার্বণের আগেই আবার কমতে চলেছে পারদ, আগামীকালের আবহাওয়া

South Bengal

প্রীতি পোদ্দার, কলকাতা: শীতের ঝোড়ো ব্যাটিংয়ে কুপোকাত রাজ্যবাসী। মারাত্মক ঠান্ডায় রীতিমত ঢোক গিলে সকলে। গত দুইদিন তাপমাত্রার পারদ কম থাকায় একটু স্বস্তি মিলেছিল, কিন্তু সেটিও সাময়িক। কারণ বাংলায় ফের কামব্যাক করল শীত। নিম্নচাপের মেঘ সরতেই দক্ষিণবঙ্গে (South Bengal) বাড়ছে হিমেল হাওয়ার গতি বাড়ল বেশ। যার জেরে এক ধাক্কায় অনেকটা কমল তাপমাত্রা।

মেঘ সরতেই অনেকটাই কমল পারদ

রাজ্য জুড়ে জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই মুহূর্তে ঠান্ডার হাত থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা নেই। সংক্রান্তিতেও কনকনে ঠান্ডা অনুভূত হবে। জানা গিয়েছে, এতদিন শ্রীলঙ্কায় নিম্নচাপের প্রভাবে মেঘ ঢুকেছিল পশ্চিমবঙ্গের আকাশে। মেঘের কারণে বাধা পাচ্ছিল উত্তুরে হাওয়া, যে কারণে তাপমাত্রা কিছুটা হলেও বেড়েছিল। তবে আজ মেঘ সরতেই ফের কমল তাপমাত্রার পারদ। একনজরে জেনে নেওয়া যাক, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবারও শীতের দাপট বজায় থাকবে। জানা গিয়েছে, আগামী দুই দিনে আরও কিছুটা শীত বাড়বে বলেই পূর্বাভাস। কলকাতা ও সংলগ্ন এলাকায় ১১ থেকে ১৩ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অর্থাৎ বোঝাই যাচ্ছে পৌষ সংক্রান্তিতেও জাঁকিয়ে শীত বজায় থাকবে। অন্যদিকে, আগামীকালও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে রাজ্যজুড়ে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা রয়েছে বিক্ষিপ্তভাবে। তবে কোনো সতর্কতা জারি করেনি হাওয়া অফিস।

আরও পড়ুন: সরকারি কর্মীদের ৩% ডিএ বাড়াল রাজ্য সরকার

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

মকর সংক্রান্তির আগেই উত্তরবঙ্গের তাপমাত্রাও বেশ কিছুটা কমেছে। দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কোচবিহার ও জলপাইগুড়ি মতো জেলায় জেলায় ব্যাপক ঠাণ্ডা বাড়বে। তবে উত্তরবঙ্গে আগামী সাত দিনে রাতের তাপমাত্রায় খুব একটা হেরফের হচ্ছে না। চলবে শৈত্য প্রবাহ। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস। এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে একাধিক জেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০ মিটারেও।

Leave a Comment