বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামী 15 জানুয়ারি থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-19 ওয়ানডে বিশ্বকাপ। আর তার আগে স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নিজের ক্ষমতা বুঝিয়েছেন ভারতের গর্ব 14 বছরের কিশোর বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এদিন অল্পের জন্য শতরান হাতছাড়া হলেও স্কটল্যান্ড বোলারদের পিটিয়ে বৈভব বুঝিয়ে দিয়েছেন বিশ্বকাপের জন্য তিনি পুরোপুরি তৈরি। সেই মতোই খুদে বৈভবের ব্যাটে ঝড় দেখতে একেবারে হাপিত্যেশ করে বসে রয়েছেন দেশের আট থেকে আশি! ICC বিশ্বকাপ শুরু হলে ব্যাট হাতে বিরাট কোহলি এবং শুভমন গিলের বড় রেকর্ড ভেঙ্গে দেওয়ারও সুযোগ থাকবে সূর্যবংশীর হাতে।
বিরাট কোহলি এবং গিলের রেকর্ড ভাঙার পথে বৈভব
সাম্প্রতিককালে ব্যাট হাতে একেবারে রঙিন ফর্মে রয়েছেন বৈভব সূর্যবংশী। যে আসরেই নামছেন রান করে তবেই মাঠ ছাড়ছেন তিনি। ভারতীয় ক্রিকেটারকে নিয়ে খুশি ভক্তরাও। এইতো কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একেবারে ঝড় তুলেছিলেন তিনি। এবার নামবেন বিশ্বকাপের মঞ্চে। আর সেখানেই বৈভবের চোখে থাকবে একের পর এক রেকর্ড ভাঙার সুযোগ। সেই সাথে গড়তে হবে বিশ্বরেকর্ডও।
বলাই বাহুল্য, অনূর্ধ্ব 19 একদিনের ক্রিকেটে 987 রান রয়েছে বিরাট কোহলির। অন্যদিকে শুভমন গিল অনূর্ধ্ব 19 একদিনের ক্রিকেটে 1149 রান করেছেন। এদিকে 14 বছর বয়সী বৈভব সূর্যবংশী আজ পর্যন্ত একদিনের অনূর্ধ্ব 19 ক্রিকেটে 18 ম্যাচে অংশ নিয়ে 973 রান করেছেন। অর্থাৎ এবারের বিশ্বকাপে বৈভব যদি আর মাত্র 177 রান করতে পারেন তবে তিনি টপকে যাবেন বিরাট কোহলিকেও। কোহলির রেকর্ড ভাঙার সাথে সাথে ভারতীয় দলের অধিনায়ক গিলের রেকর্ডও গুঁড়িয়ে দেবেন তিনি।
তবে, অনূর্ধ্ব 19 একদিনের ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়তে হলে বৈভবকে করতে হবে প্রচুর রান। হ্যাঁ, এখনও পর্যন্ত অনূর্ধ্ব 19 ওয়ানডেতে ভারতের এক নম্বর ব্যাটসম্যান বিজয় জোল। এই ভারতীয় একদিনের ক্রিকেটে 1404 রান করে বিশ্ব রেকর্ড করেছেন। কাজেই বিজয়ের বিশ্বরেকর্ড ভাঙতে হলে বৈভব সূর্যবংশীকে এখনও 431 রান করতে হবে। যা এবারের বিশ্বকাপে কিছুটা হলেও শক্ত বলেই মনে করছেন ক্রিকেট মহলের একাংশ।
অবশ্যই পড়ুন: মার্চ মাস পর্যন্ত হাওড়া, কলকাতা, সাঁতরাগাছি থেকে বাতিল একগুচ্ছ ট্রেন
উল্লেখ্য, অনূর্ধ্ব 19 বিশ্বকাপের আগে স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নিজেকে মেলে ধরেছিলেন বৈভব সূর্যবংশী। প্রতিপক্ষের বোলারদের বোকা বানিয়ে এদিন একের পর এক বাউন্ডারি এবং ওভার বাউন্ডারিতে ব্যাট হাতে 50 বলে খেলেই 96 রান করে ফেলেছিলেন সূর্যবংশী। তবে দুঃখের বিষয়, বিশ্বকাপের আগে একটুর জন্য হাত ফসকেছে শতরান।