রেলের টিকিট কাটার নিয়ম, কাশ্মীরে পাকিস্তানি ড্রোন…! একঝলকে আজকের সেরা ১০ খবর (১২ জানুয়ারি)

West Bengal (8)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১২ জানুয়ারি, সোমবার। রেলের টিকিট কাটার নিয়ম, কাশ্মীরে পাকিস্তানি ড্রোন, বাঘাযতীনে আগুন, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) বদলে গেল রেলের টিকিট বুকিং এর নিয়ম

আজ থেকে রেলের টিকিট বুকিং এর নিয়মে বড়সড় পরিবর্তন আসলো। ১২ জানুয়ারি থেকে আধার লিঙ্ক ছাড়া আইআরসিটিসি ব্যবহারকারীরা আর এডভান্সড বুকিং এর প্রথম দিন সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত টিকিট কাটতে পারবে না। রাত বারোটার পরেই তারা বুকিং করতে পারবে। নতুন নিয়মের লক্ষ্য হল ভুয়ো অ্যাকাউন্ট এবং টিকিট দালালের কার্যক্রম কমানো, যাতে প্রকৃত যাত্রীরা আসন পায়। এমনকি অ্যাডভান্সড বুকিং শুরুর দিনে মূলত আসন সংরক্ষণে সহায়তা করা হবে বলে জানানো হয়েছে।

৯) জম্মু-কাশ্মীরে পাকিস্তানি ড্রোন

জম্মু-কাশ্মীরে ফের উত্তেজনা। পাকিস্তানের চার-চারটি ড্রোন এবার একসাথে লক্ষ্য করা গেল সীমান্তে। পুঞ্চ, রাজৌরি ও সাম্বার এলাকায় সন্ধ্যাবেলা ঘোরাফেরা করছিল ড্রোনগুলি। গতকাল ঘটে এই ঘটনা। নিরাপত্তা বাহিনী মেশিনগান দিয়ে সেগুলি লক্ষ্য করলে আয়ত্তে আসেনি। পাশাপাশি কানাচক থানার কাছে আন্তর্জাতিক সীমান্ত থেকে স্যাটেলাইট ফোনের সংকেত মিলেছে, যা নিরাপত্তার উদ্বেগ আরও বাড়াচ্ছে। সীমান্তে সম্ভাব্য অনুপ্রবেশ বা আক্রমণ ঠেকাতে তল্লাশি এবং নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। এমনকি উপত্যকায় সতর্ক অবস্থান নেওয়া হয়েছে।

৮) বাঘাযতীন রেলস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড

সপ্তাহের শুরুতেই বাঘাযতীন রেল স্টেশনে ভয়ংকর অগ্নিকাণ্ড। সোমবার সকাল সাড়ে ছটা নাগাদ ২ নম্বর প্ল্যাটফর্মের একটি কাপড়ের দোকান থেকে আগুন ছড়িয়ে পাশের রাস্তায় দোকানগুলোতে লাগে। দমকলের দ্রুত হস্তক্ষেপে আধঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। দোকানগুলো কার্যত পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু কোনও হতাহতের খবর মেলেনি। অগ্নিকান্ডের কারণে শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে। তবে এতে যাত্রীদের ভোগান্তি হয়। প্রাথমিক ভাবে কোনও শর্ট সার্কিট বা দাহ্য সামগ্রীর কারণে আগুন লেগেছে বলেই ধারণা।

৭) এসআইআর শুনানিতে ডাক পেলেন ভারতের নৌসেনা প্রধান

পশ্চিমবঙ্গ সহ মোট ১২টি রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রাক্তন ভারতীয় নৌসেনা প্রধান অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত অরুণ প্রকাশ এবং তাঁর স্ত্রী কুমকুমকে এসআইআর শুনানিতে নোটিশ পাঠানো হয়েছে। গোয়ায় বসবাসরত ৮২ বছরের অ্যাডমিরাল এবং ৭৮ বছরের স্ত্রী দুজনকেই ভিন্ন দিনে ১৮ কিলোমিটার দূরে শুনানি কেন্দ্রে হাজির হতে বলা হয়েছে বলে খবর। এটা তাঁরা এবং সাধারণ মানুষ নির্বাচন কমিশনের কাজকে প্রশাসনিক ভুল হিসেবে সমালোচনা করছে। অ্যাডমিরাল উল্লেখ করেছেন, তাঁরা ফর্ম পূরণ করলেও নোটিশ অনুযায়ী শুনানিতে যাবেন।

৬) নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে ফেললেন সোশ্যাল মিডিয়ায়। আর এই ঘোষনা মাদুরোকে আটক করার ঠিক কয়েকদিনের মধ্যেই আসে। ট্রাম্প দাবি করছেন, নিরাপত্তা এবং স্থিতিশীলতা ফেরানোর জন্য সাময়িকভাবে তিনি ভেনেজুয়েলার দায়িত্ব নেবেন এবং তেল উৎপাদন ও রফতানি মার্কিন যুক্তরাষ্ট্র দেখভাল করবে। অন্যদিকে দেশীয় পরিস্থিতি ভিন্ন। মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী ডেলসি রুদ্রিগেজ অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। আর ট্রাম্প আরও ১০০ বিলিয়ন ডলার তেল বিনিয়োগের ঘোষণা করেছেন।

৫) অদৃশ্য হয়ে গেল ISRO-র অন্বেষা উপগ্রহ

সোমবার সকালবেলা অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ISRO-এর পিএসএলভি-সি62 উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছে, যার মধ্যে প্রধান উপগ্রহ ছিল অন্বেষা। তবে উৎক্ষেপনের আট মিনিট পর তৃতীয় পর্যায়ে যান্ত্রিক ত্রুটির কারণে উপগ্রহগুলি কক্ষপথে পৌঁছতে ব্যর্থ হয়। এমনকি অদৃশ্য হয়ে যায়। তবে ISRO ইতিমধ্যেই ব্যর্থতার কথা নিশ্চিত করেছে এবং বছরের শুরুতেই ব্যর্থতা ভারতের মহাকাশ গবেষণা সংস্থার প্রস্তুতি এবং ভবিষ্যতে বড় বড় মিশনের ক্ষেত্রে প্রশ্ন তুলছে তা বলার অপেক্ষা রাখে না।

৪) আইপ্যক কাণ্ডে সুপ্রিম কোর্টে গেল ইডি

৮ জানুয়ারি তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস এবং কর্ণধার প্রতীক জৈনর বাড়িতে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই ঘটনায় এবার ইডি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। এক মামলায় ইডি এবং অন্যটিতে তিন কর্মকর্তা নিশান্ত কুমার, বিক্রম অহলওয়াত ও প্রশান্ত চণ্ডিলার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছেন। আরেক মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের ডিজি রাজীব কুমার, কলকাতার এসপি মনোজ বর্মা, আইপিএস প্রিয়ব্রত রায় এবং সিবিআইকেও যুক্ত করা হয়েছে। শুনানি হবে আগামী ১৪ জানুয়ারি।

৩) কলকাতা হাইকোর্টে নতুন স্থায়ী প্রধান বিচারপতি

কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি সুজয় পাল। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে তৎকালীন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের অবসরের পর দীর্ঘদিন ভারপ্রাপ্ত বিচাপরতি দায়িত্ব পালন করছিলেন তিনি। ৯ জানুয়ারি সুপ্রিম কোর্ট কলেজিয়েমের বৈঠকে তাঁর স্থায়ী নিয়োগে সীলমোহর হয়েছে। মধ্যপ্রদেশে জন্ম নেওয়া সুজয় পাল ২০১১ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টে বিচারক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। পরে তেলেঙ্গানা হাইকোর্টে বদলি হন এবং কলকাতা হাইকোর্টের দায়িত্ব পান।

২) ঠান্ডার জন্য বাতিল একাধিক ট্রেন

ভারতীয় রেলে প্রচন্ড ঠান্ডা এবং ঘন বাতাসের কারণে যাত্রীদের নিরাপত্তা বাড়াতে এবার একগুচ্ছ ট্রেন বাতিল করা হল। ফেব্রুয়ারি ও মার্চ মাস পর্যন্ত হাওড়া, কলকাতা, পাটনা, অমৃতসর, কামাখ্যা, ডিব্রুগড় সহ বেশ কিছু রুটে মোট ২০টির বেশি ট্রেন বাতিল থাকবে। বাতিল ট্রেনগুলির মধ্যে উল্লেখযোগ্য হল হাওড়া-দেরাদুন, কলকাতা-ঝাঁসি, মালদা-নয়াদিল্লি, বারাউনি-আম্বালা, পূর্নিয়া-অমৃতসর, ডিব্রুগড়-চন্ডিগড়, কামাক্ষা-গয়া কামাখ্যা-আনন্দ বিহার এবং টাটা-অমৃতসর।

১) সফলভাবে তৃতীয় প্রজন্মের ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড মিসাইলের পরীক্ষা করল ডিআরডিও

ডিআরডিও সফলভাবে তৃতীয় প্রজন্মের ট্যাঙ্ক বিধ্বংসী গাইডেড মিসাইলের পরীক্ষা চালাল। মহারাষ্ট্রের আহিল্যা নগরে চলন্ত ট্যাঙ্কে এই মিশনের সফলভাবে উৎক্ষেপণ হয়েছে। ফায়ার অ্যান্ড ফরগেট প্রযুক্তিতে তৈরি এই কাঁধে গ্রহণযোগ্য মিসাইল দিন-রাত সমস্ত সময় শত্রু কে ধ্বংস করতে পারবে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত MPATGM ভারতীয় স্থলবাহিনীর শক্তি যে অনেক গুণ বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না। এক কথায় ভারতের প্রতিরক্ষা খাতে এবার নয়া মুকুট যুক্ত হল।

Leave a Comment