বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের হাত ধরে আমূল বদল এসেছে ভারতীয় রেল ব্যবস্থায়। নতুন নতুন বন্দে ভারত থেকে শুরু করে বন্দে ভারত স্লিপার, অমৃত ভারত সহ একের পর এক ট্রেনের পর এবার বুলেট ট্রেনের স্বপ্ন পূরণের পথে ভারত। সময়ের সাথে সাথে ভারতীয় রেলে ক্রমাগত বিনিয়োগ বাড়াচ্ছে কেন্দ্র। আসন্ন ফেব্রুয়ারির প্রথম দিন রীতি মেনে হবে বাজেট পেশ। 2026-27 আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেই বাজেটে রেল খাত অগ্রাধিকার পাবে সেটাই স্বাভাবিক। আর ঠিক সে কারণেই অভিজ্ঞ বিনিয়োগকারীদের অনেকেই রেলের কয়েকটি স্টকের (Indian Railways Stocks) উপর নজর গেড়ে বসেছেন। মনে করা হচ্ছে, বাজেট পেশ হলে এই স্টকগুলির দাম কার্যত গগনচুম্বী হতে পারে!
এই 4 স্টকে বিনিয়োগ করতে পারেন
রেল বিকাশ নিগম লিমিটেড
ভারতীয় রেলের পরিকাঠামের উন্নতির জন্য প্রতিষ্ঠিত সংস্থা RVNL বা রেল বিকাশ নিগম লিমিটেডের স্টকে এই মুহূর্তে আস্থা রাখছেন অনেকেই। আসলে বিগত দিনগুলিতে ভারতীয় রেলের তরফে একের পর এক অর্ডার পেয়েছে এই সংস্থা। কলকাতা মেট্রোর জোকা-এসপ্ল্যানেড সহ একাধিক রুটে কাজের দায়িত্ব রয়েছে এই সংস্থার কাঁধে। সেই সূত্রেই, চলতি আর্থিক বছরে বিপুল অর্থ পকেটে পুরেছে এই সংস্থা। বেশ কয়েকজন বিশেষজ্ঞ মনে করছেন, বাজেট পেশ হলে এই সংস্থার স্টকের দাম অনেকটাই বাড়তে পারে। বলে রাখি, আজ শেয়ার বাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত এই সংস্থার একটি স্টকের দাম ছিল 333 টাকা 90 পয়সা।
IRCTC
ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা IRCTC হল ভারতীয় রেলের সহায়ক সংস্থা যা মূলত টিকিট বুকিং থেকে শুরু করে ক্যাটারিং, পর্যটন প্যাকেজ পরিচালনার দায়িত্বে থাকে। সাম্প্রতিককালে এই সংস্থার আয় একেবারে মাত্রা ছাড়িয়েছে। নানান ক্ষেত্র থেকে ভারতীয় রেলের হাত ধরে বিপুল মুনাফা অর্জন করেছে IRCTC। অনলাইন টিকিট বুকিং থেকেও চলতি আর্থিক বছরে বিপুল লাভ হয়েছে এই সংস্থার। সেই সূত্রেই এই সংস্থার স্টকগুলিও ঊর্ধ্বমুখী হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন আগামীতেও এই সংস্থার স্টকের দাম বাড়বে। শেষবারের মতো 636 টাকায় ক্লোজ হয়েছে এই সংস্থার স্টক।
RITES
ভারত সরকারের রেল মন্ত্রকের অধীনস্থ পরিবহন অবকাঠামো পরামর্শ সংস্থা RITES এর স্টকগুলি আসন্ন আর্থিক বছরে বিনিয়োগকারীদের লাভের মুখ দেখাতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের অনেকেই। সবচেয়ে বড় কথা, এই সংস্থাটি বিগত দিনগুলিতে ব্যবসা থেকে বিপুল মুনাফা অর্জন করেছে। অভিজ্ঞ বিনিয়োগকারীরা বলছেন, 2026-27 আর্থিক বছরে এই সংস্থার স্টক ইনভেস্টরদের লাভের মুখ দেখাবে। শেষবারের মতো এই স্টকের দাম ছিল 232 টাকা 40 পয়সা।
অবশ্যই পড়ুন: মুস্তাফিজুরকে বাদ দিয়ে ঘোষণা হোক T20 বিশ্বকাপের দল! বাংলাদেশকে ৩টি পরামর্শ ICC-র
IRFC
ভারত সরকারের রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা ইন্ডিয়ান রেলওয়ে ফিন্যান্স কর্পোরেশন মূলত নবরত্ন পাবলিক সেক্টর প্রকল্পে অন্তর্ভুক্ত। চলতি আর্থিক বছরে এই সংস্থা নিজেদের ব্যবসা থেকে বিপুল অর্থ ঘরে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন আর্থিক বছর অর্থাৎ 2026-27 আর্থিক বছরের বাজেট পেশ হলে ভারতীয় রেলের নিজস্ব এই সংস্থাটির স্টক বা শেয়ারের দাম অনেকটাই বাড়তে পারে। মূলত সে কারণেই আগেভাগে এই স্টকে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন তারা। শেষবারের মতো আজ দুপুর সাড়ে তিনটের সময় এই সংস্থার স্টক 123 টাকায় ক্লোজ হয়।