বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের প্রথম বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) পেয়েছে বাংলা। বঙ্গের বুক চিরে খুব শীঘ্রই হাওড়া থেকে কামাখ্যার উদ্দেশ্যে ছুটবে এই বিশেষ ট্রেন। আগামী, 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে মালদা টাউন স্টেশনে উদ্বোধন হওয়ার কথা রয়েছে বন্দে ভারতের নতুন সংস্করণটির। আর তা হয়ে গেলেই বাংলার বুকের উপর দিয়ে গড়াবে বন্দে ভারত স্লিপারের চাকা। যা নিয়ে কৌতুহলের অন্ত নেই দেশবাসীর। বন্দে ভারত স্লিপার নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্নের উত্তর দিয়েছে রেল। ট্রেনটির অন্দরসজ্জা থেকে শুরু করে স্পেসিফিকেশনস, স্পিড সংক্রান্ত প্রায় সিংহভাগ তথ্যই এসেছে প্রকাশ্যে। তবে এই মুহূর্তে বন্দে ভারত স্লিপারকে নিয়ে যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে তা হল এই ট্রেনে সর্বোচ্চ কত ওজনের লাগেজ নিয়ে যাত্রা করতে পারবেন যাত্রীরা?
থাকছে না কোনও RAC টিকিট
সম্প্রতি ভারতীয় রেলের তরফে খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটিতে কোনও রকম RAC টিকিটের ব্যবস্থা থাকছে না। অর্থাৎ এই ট্রেনে চড়তে গেলে লাগবে রিজার্ভ বা কনফার্ম টিকিট। তবে রেল জানিয়েছে, ট্রেনটিতে রিজার্ভেশন এগেনস্ট ক্যানসেলেশন টিকিট প্রযোজ্য না হলেও মহিলা যাত্রী, বিশেষভাবে সক্ষম এবং দেশের প্রবীণ নাগরিকদের জন্য সিট সংরক্ষণ বা কোটা ব্যবস্থা থাকছে। এছাড়াও এই ট্রেনে থাকছে ডিউটি পাস কোটাও।
সর্বোচ্চ কত ওজনের লাগেজ নিয়ে ভ্রমণ করা যাবে?
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক রিপোর্ট অনুযায়ী, বন্দে ভারত স্লিপার ট্রেনের জন্য আলাদা করে কোনও লাগেজ লিমিট বা ব্যাগ পত্রের ওজনের সীমা নির্ধারণ করে দেয়নি ভারতীয় রেল। সেক্ষেত্রে রেলের পূর্ব নির্ধারিত লাগেজ লিমিটই দেশের এই বিশেষ ট্রেনটিতে প্রযোজ্য হবে। এ প্রসঙ্গে, পূর্ব রেলের প্রধান জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, “বন্দে ভারত স্লিপারের জন্য আলাদা করে কোনও লাগেজ লিমিট নির্ধারণ করেনি রেল। ফলে যাত্রীদের ভারতীয় রেলের বর্তমান লাগেজ লিমিটের নিয়মগুলি মেনে চলতে হবে।”
বলে রাখি, ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনটির প্রত্যেক ক্লাসের জন্য আলাদা আলাদা লাগেজ লিমিট রয়েছে। বিশেষ ট্রেনটির পরিষেবা শুরু হলে ফার্স্ট ক্লাস এসির যাত্রীরা সর্বোচ্চ 70 কেজি ওজনের লাগেজ বহন করতে পারবেন। একইভাবে সেকেন্ড এসির ক্ষেত্রে 50 কেজি এবং থার্ড এসি বগির যাত্রীরা নিজেদের সাথে সর্বোচ্চ 40 কেজির লাগেজ নিয়ে ট্রেনে যাতায়াত করতে পারবেন।
অবশ্যই পড়ুন: দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় হাড় কাঁপানো শীত, পারদ নামবে ৬-এ! আজকের আবহাওয়া
উল্লেখ্য, চালু হতে যাওয়া বন্দে ভারত স্লিপার ট্রেনটি বৃহস্পতিবার বাদে সপ্তাহে ছয় দিন হাওড়া থেকে কামাখ্যা এবং কামাখ্যা থেকে হাওড়ার উদ্দেশ্যে যাত্রা করবে। এই ট্রেন সন্ধ্যা 6টা বেজে 20 মিনিটে হাওড়া থেকে ছেড়ে গুয়াহাটি পৌঁছবে পরের দিন সকাল 8টা বেজে 20 মিনিটে। একইভাবে ফেরার সময় এই ট্রেনটি সন্ধ্যা 6টা বেজে 15 মিনিটে কামাখ্যা থেকে ছেড়ে পরের দিন সকাল 8টা বেজে 15 মিনিটে হাওড়া সেখানে ঢুকবে।