সহেলি মিত্র, কলকাতা: সকাল সকাল মেট্রো (Kolkata Metro) বিভ্রাট। জানা গিয়েছে, আজ মঙ্গলবার ভোরে রবীন্দ্র সদন এবং নেতাজি ভবন স্টেশনের মাঝখানে একটি ট্রেন টানেলে আটকে গেলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। মেট্রো সূত্রে খবর, যাত্রীদের উদ্ধার করে নেতাজি ভবন স্টেশনে নিরাপদে নিয়ে আসা হয়েছে। যদিও অফিস টাইমে এহেন ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য-এর পরিবেশ তৈরী হয়েছে।
সাতসকালে বিরাট মেট্রো বিভ্রাট
জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত অংশে সরবরাহ পুনরুদ্ধারের প্রচেষ্টা চললেও, দক্ষিণেশ্বর ও ময়দান স্টেশন এবং টালিগঞ্জ ও শহীদ ক্ষুদিরামের মধ্যে মেট্রো পরিষেবা আংশিকভাবে চালু রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে যে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং লাইনের অন্যান্য অংশে চলাচল বজায় রাখার জন্য পরিস্থিতির কারণে সাময়িকভাবে কার্যক্রমে পরিবর্তন আনা প্রয়োজন।
আরও পড়ুনঃ ২০০০ কোটি বিনিয়োগ, ২৫ হাজার কর্মসংস্থান! নিউটাউনে তৈরি হচ্ছে বিরাট আইটি হাব
ভোগান্তির শিকার যাত্রীরা
ব্যস্ত সময়ে বহু মানুষ সময় বাঁচাতে মেট্রো ধরেন। কিন্তু সকাল সকাল আজ যে সকলকে এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হতে হবে কেউ হয়তো ভাবতেও পারেননি। যাত্রীদের স্টেশনের ঘোষণা অনুসরণ করার এবং স্বাভাবিক পরিষেবা পুনরায় শুরু না হওয়া পর্যন্ত সেই অনুযায়ী তাদের ভ্রমণের পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছিল।
আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় হাড় কাঁপানো শীত, পারদ নামবে ৬-এ! আজকের আবহাওয়া
মেট্রো কর্মকর্তারা জানিয়েছেন যে পুনরুদ্ধারের কাজ চলছে এবং ক্ষতিগ্রস্ত অংশটি সম্পূর্ণরূপে চালু হলে পরিষেবাগুলি ফের শুরু হবে। ততক্ষণ পর্যন্ত, যাত্রীদের ধৈর্য ধরতে অনুরোধ করা হয়েছে। যাইহোক, সকাল ৯টা নাগাদ পরিষেবা ফের স্বাভাবিক হয় বলে খবর।