চরম বেইজ্জতি, দ্রুত রান করতে না পারায় মাঠ থেকে বের করে দেওয়া হল রিজওয়ানকে!

Mohammad Rizwan left field during match after retired out

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগে চরম বেইজ্জতি পাকিস্তানি ক্রিকেটার মহম্মদ রিজওয়ানের (Mohammad Rizwan)! বিগ ব্যাশ লিগে সোমবার, মেলবোর্ন রেনেগেডসের হয়ে ব্যাট করতে নেমেছিলেন পাক তারকা। তবে টি-টোয়েন্টি লিগে একেবারে মন্থর গতিতে ব্যাটিংয়ের কারণে সমস্যা বাড়ছিল দলের। তাতে শেষ পর্যন্ত, অধিনায়ক বাধ্য হয়ে তাঁকে রিটায়ার্ড আউট ঘোষণা করেন। ফলে একেবারে মুখ কালো করে চরম লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় রিজওয়ানকে। যেই দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ঠিক কোন কারণে ব্যাট করতে দেওয়া হলো না রিজওয়ানকে?

গতকাল, বিগ ব্যাশ লিগের 33 তম ম্যাচে সিডনি থান্ডারের বিপক্ষে মাঠে নেমেছিল মেলবোর্ন। সেই আসরেই চার নম্বরে ব্যাট করতে নামানো হয়েছিল পাকিস্থানের তারকা ক্রিকেটার মহম্মদ রিজওয়ানকে। পাকিস্তানি ক্রিকেটার যখন নামলেন তখন 9.1 ওভারে দুই উইকেট হারিয়ে 83 রান তুলতে পেরেছে তাঁর দল। এ পর্যন্ত সব ঠিক থাকলেও পাক ক্রিকেটার ব্যাট করতে এসে দলের প্রতি ওভার রান রেট ঝুলিয়ে দেন। এদিন রিজওয়ানের মন্থর ব্যাটিং পছন্দ হয়নি কারও।

আগের ওভার গুলোতে যেখানে 9 এর বেশি রান রেট নিয়ে এগিয়ে যাচ্ছিল মেলবোর্ন, পাক ব্যাটার আসার পর পরবর্তী 6 ওভারে 42 রান যোগ করতে পারে দলটি। তাতে পাকিস্তানি ক্রিকেটারের অবদান ছিল 23 বলে 26 রান। বাবর আজমের সতীর্থর ব্যাটিং একেবারেই পছন্দ হচ্ছিল না টিম ম্যানেজমেন্টের। 23 বল খেলার পরেও ব্যাটে বলে সংযোগ করতে পারছিলেন না তিনি। এর ফলে বাধ্য হয়ে 18 তম ওভারে রিজওয়ানকে রিটায়ার্ড আউট ঘোষণা করে মাঠ থেকে বের করে নেওয়া হয়। যেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় দেখার পর একেবারে হেসে গড়াগড়ি খাচ্ছেন নেট নাগরিকরা!

 

অবশ্যই পড়ুন: এর থেকে বেশি লাগেজ নিতে পারবেন না হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপারে, জানাল রেল

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় টি টোয়েন্টি লিগ BBL এ মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলেছেন এই পাকিস্তানি ক্রিকেটার। সেই সূত্রেই বিগ ব্যাশ লিগে আজ পর্যন্ত 8 ইনিংস মিলিয়ে 167 রানের বেশি তুলতে পারেননি তিনি। অবাক করা বিষয়, 8 ইনিংস খেলে একটি সেঞ্চুরিও করতে পারেননি পাকিস্তানের তারকা ক্রিকেটার। তার উপর সোমবার, ধীর গতিতে ব্যাটিংয়ের জন্য মাঠ থেকে উঠে যাওয়ার ঘটনায় একেবারে লজ্জায় নাক কাটা যাওয়ার জোগাড় পশ্চিমের দেশের প্লেয়ারের।

Leave a Comment