বিকেল থেকে দক্ষিণবঙ্গে নতুন খেলা আবহাওয়ার, পড়বে ভয়ঙ্কর শীত! কতটা নামবে পারদ?

South Bengal Weather

সহেলি মিত্র, কলকাতাঃ তৈরি থাকুন, কারণ আজ মঙ্গলবার বিকেলের পর থেকেই আবহাওয়ার নতুন খেলা শুরু হবে। ফের একবার জাঁকিয়ে শীত পড়তে চলেছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather) সহ সমগ্র বাংলাজুড়ে। মাঝে কয়েকদিন তাপমাত্রা ওঠানামা দেখে অনেকে হয়তো ধরেই নিয়েছিলেন তাহলে অবশেষে এই বছরের জন্য কনকনের শীতের থেকে রেহাই পাওয়া গেল। সে গুড়ে বালি। কারণ ফের একবার সক্রিয় হতে চলেছে উত্তুরে হাওয়া। আজ বিকেল থেকে শুরু করে আগামীকাল বুধবার এবং টানা কয়েকদিন বাংলার পারদ ফের বেশ খানিকটা কমতে চলেছে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

বিকেল থেকেই ফের জাঁকিয়ে শীত?

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতার তাপমাত্রা সোমবারের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। সেখানে গতকাল সোমবার ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ প্রায় ১ ডিগ্রি বাড়ল তাপমাত্রা। তবে আগামী দুই দিনে আরও নামতে পারে তাপমাত্রার পারদ। যেহেতু আজ বিকেল থেকে ফের সক্রিয় হবে উত্তুরে হাওয়া, যার জেরে আগামী দু’দিনে আরও কিছুটা পারদ নামবে বলে খবর।

আরও পড়ুনঃ ২০০০ কোটি বিনিয়োগ, ২৫ হাজার কর্মসংস্থান! নিউটাউনে তৈরি হচ্ছে বিরাট আইটি হাব

আসলে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ সাময়িকভাবে বাংলায় গরমের মাত্রা বেশ খানিকটা বাড়িয়ে তুলেছিল। সকাল থেকে রোদে ঢেকে রয়েছে গোটা দক্ষিণবঙ্গ। কলকাতা সহ বাংলার জেলায় জেলায় মিঠে রোদ মানুষের মন ভালো করে দিয়েছে, বলা ভালো প্রাণ জুড়িয়ে দিয়েছে। তবে এটা সাময়িক। কারণ এক লাফে ফের কমতে পারে পারদ। যে কারণে রোদ থাকলেও ঠান্ডার কামড় গায়ে ভালো মতো লাগবে।

আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় হাড় কাঁপানো শীত, পারদ নামবে ৬-এ! আজকের আবহাওয়া

আজকের আবহাওয়া

আজকের আবহাওয়া সম্পর্কে বললে, সকাল থেকেই কুয়াশার চাদরে যেন ঢেকে রয়েছে উত্তর ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, বর্ধমান ও মুর্শিদাবাদ। পশ্চিম বর্ধমান থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, কলকাতা, মুর্শিদাবাদ জেলায় হাড় কাঁপানো শীত থাকতে পারে আজ। সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এদিকে একেবারে উল্টো ছবি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুরে। জেলাগুলিতে ঠান্ডা থাকবে তীব্র। দার্জিলিংয়ের উঁচু পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়ছে বলে খবর।

Leave a Comment