SIR-র চাপে নয়, তৃণমূল কর্মীর হুমকিতে আত্মহত্যা! মুর্শিদাবাদের BLO-র মৃত্যুর নয়া মোড়

Murshidabad

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্য জুড়ে এইমুহুর্তে SIR এর শুনানি প্রক্রিয়া চলছে। আর এই অবস্থায় ফের আরও এক BLO-র মৃত্যুর খবর এল মুর্শিদাবাদ (Murshidabad) থেকে। প্রথমে অভিযোগ উঠেছিল যে বিএলও হিসেবে কাজের চাপ সামাল দিতে না পেরেই মুর্শিদাবাদের রানিতলা থানার প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক হামিমুল ইসলাম আত্মঘাতী হয়েছেন। কিন্তু তদন্তে সামনে এল এক ভিন্ন তথ্য। কাজের চাপ নয়, ধার করা ২০ লক্ষ টাকা ফেরৎ চাইতে গেলে তাঁকে খুনের হুমকি দেওয়ায় আত্মহত্যা করেছেন তিনি।

আরও পড়ুনঃ এর থেকে বেশি লাগেজ নিতে পারবেন না হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপারে, জানাল রেল

ফের এক BLO-র মৃত্যু

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিএলও হামিমুল ইসলামের কাছ থেকে বুলেট খান নামে এক ব্যক্তি ২০ লক্ষ টাকা ধার নিয়েছিলেন। তিনি এলাকায় তৃণমূলের কর্মী হিসেবে পরিচিত, তাঁকে দলের বিভিন্ন কর্মসূচিতেও দেখা গেছে। অভিযোগ, দীর্ঘদিন কেটে গেলেও বুলেট খান সেই টাকা ফেরত দেননি। উলটে হামিমুল টাকা চাইতে গেলে তাঁকে খুনের হুমকিও দেওয়া হয়। আর এসবের চাপ সহ্য করতে না পেরে হামিমুল আত্মহত্যা করেছেন বলে মনে করছে পুলিশ। এবার সেই অভিযোগের ভিত্তিতে গতকাল অর্থাৎ সোমবার রানিতলা থানার বাসিন্দা তৃণমূল কর্মী বুলেট খানকে গ্রেফতার করা হয়।

পাঁচ দিনের জন্য হেফাজতে পাঠানোর নির্দেশ

গত শনিবার রাতে গ্রামের স্কুলের ভিতর থেকে BLO হামিমুল ইসলামের দেহ উদ্ধার করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ এফআইআরে বুলেট খানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ধারায় মামলা রুজু করেছে। লালবাগ মহকুমা আদালত ধৃতকে পাঁচ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। বুলেটের বিরুদ্ধে সাইবার প্রতারণার কোনও মামলা রয়েছে কি না, তা নিয়েও তদন্ত চলছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক রানিতলার এক তৃণমূল নেতা বুলেটের সম্পর্কে বলেন, ‘ছেলে হিসেবে ভালো নয় বুলেট। আমরা তাকে এড়িয়ে চলি।’

আরও পড়ুন: প্রতিবেশীর বাড়িতে চুরি, খেয়ে মলত্যাগ! গুসকরায় পুলিশের জালে তৃণমূল নেতা

প্রসঙ্গত, BLO হামিমুল ইসলামের মৃত্যু ঘিরে একের পর এক রাজনৈতিক বিতর্ক তীব্র হচ্ছে। প্রথমে এসআইআর-এর অতিরিক্ত চাপেই আত্মঘাতী হয়েছেন তিনি এই খবর রটাতেই পরিস্থিতি বেগতিক হয়ে গিয়েছিল। আর সেই নিয়ে শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় বিজেপির নেতৃত্ব। তারা অভিযোগ করে জানিয়েছে যে, “তৃণমূল এইভাবেই মানুষকে বিভ্রান্ত করে, ভুল তথ্য ছড়ায়।” অন্যদিকে বিএলও অধিকার মঞ্চের আহ্বায়ক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় বলেন, “একজন কর্মীর মৃত্যু নিয়েও এভাবে ছেলেখেলা হচ্ছে। বিএলও-দের অধিকার রক্ষার লড়াই চলবে।”

Leave a Comment