এবারেও কলকাতা বইমেলায় থাকছে না বাংলাদেশের প্যাভিলিয়ন, বড় ঘোষণা গিল্ডের

Kolkata Book Fair 2026

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন, তারপরেই শুরু হতে চলেছে ৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (Kolkata Book Fair 2026)। আগামী ২২ জানুয়ারি বিকেল ৪টে থেকে শুরু হবে এই মেলা। প্রত্যেক বছরের মতো এই বছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বইমেলার উদ্বোধন হবে। জানা গিয়েছে এবছরের ফোকাল থিম কান্ট্রি হল আর্জেন্টিনা। সব মিলিয়ে ২০টি দেশ অংশগ্রহণ করছে বইমেলায়। কিন্তু এবারেও সেই তালিকায় থাকছে না বাংলাদেশ।

থাকছে না বাংলাদেশের প্যাভিলিয়ন!

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে ওপার বাংলায় শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই দিল্লি-ঢাকা সম্পর্কের মধ্যে এক টানাপোড়েন থেকে গিয়েছে। আর সেই কারণে এবারেওবইমেলায় অংশগ্রহণ করবে না বাংলাদেশ। ১৯৯৬ সাল থেকে ধারাবাহিক ভাবে কলকাতা বইমেলায় অংশগ্রহণ করত বাংলাদেশ কিন্তু বিগত দুই বছর ধরে সেই ধারা ভেঙে গিয়েছে। গতকাল অর্থাৎ সোমবার সাংবাদিক বৈঠকে আন্তর্জাতিক কলকাতা বইমেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় বলেন, “২০২৫ সালেও বাংলাদেশ অংশগ্রহণ করেনি। এ বারও করবে না। কোনও জায়গা থেকে সবুজসঙ্কেত আসেনি।”

আরও পড়ুনঃ বিকেল থেকে দক্ষিণবঙ্গে নতুন খেলা আবহাওয়ার, পড়বে ভয়ঙ্কর শীত! কতটা নামবে পারদ?

 রাহুল পুরকায়স্থর নামে থাকবে প্যাভিলিয়ন

জানা গিয়েছে, মেলার উদ্বোধনের দিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো অগাস্টিন কাউসিনো এবং আর্জেন্টিনীয় সাহিত্যিক গুস্তাবো কানসোব্রে। প্রয়াত প্রফুল্ল রায় এবং প্রতুল মুখোপাধ্যায়ের নামেও থাকছে দুটি তোরণ। সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি তোরণ থাকছে তাঁর নামাঙ্কিত। লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন হচ্ছে কবি রাহুল পুরকায়স্থর নামে। জন্মশতবর্ষ উপলক্ষে শিল্পী ময়ুখ চৌধুরীর নামে থাকবে বইমেলার শিশু মণ্ডপ।

আরও পড়ুন: SIR-র চাপে নয়, তৃণমূল কর্মীর হুমকিতে আত্মহত্যা! মুর্শিদাবাদের BLO-র মৃত্যুর নয়া মোড়

এবছর বইমেলা প্রাঙ্গণে যাওয়া আরও সহজ। মেট্রো রেলের মাধ্যমে হাওড়া থেকে এসপ্ল্যানেড হয়ে সরাসরি পৌঁছনো যাবে মেলায়। ইতিমধ্যেই মেট্রো রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে মেলার দিনগুলোয় আরও বেশি সংখ্যক মেট্রো চালানোর। সেক্ষেত্রে রাত ১০টা পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে। একইসঙ্গে ছুটির দিনেও মিলবে পরিষেবা। অন্যদিকে, এবারের বইমেলা প্রাঙ্গণে থাকবে মেট্রোর একটি বিশেষ বুথ। যেখান থেকে UPI এর মাধ্যমে সরাসরি টিকিট কাটা যাবে।

Leave a Comment