বিক্রম ব্যানার্জী, কলকাতা: শীঘ্রই একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকা বা প্যানেল প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন (SSC Teacher Recruitment)। আর সেটা হয়ে গেলেই ধাপে ধাপে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। আপাতত যা খবর, মেধা তালিকা প্রকাশিত হওয়ার পরই জানুয়ারির শেষের দিকে শুরু হবে কাউন্সিলিং। সেই পর্ব মিটলে একে একে ভেরিফিকেশন সহ পরবর্তী সমস্ত ধাপ পেরিয়ে যোগ্য চাকরিপ্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগপত্র। আর এই প্রক্রিয়ায় ধাক্কা খেয়েছে রাজ্যের নবম-দশম শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন! সূত্রের খবর, আগামী 21 জানুয়ারির মধ্যেই একাদশ-দ্বাদশের প্যানেল প্রকাশ করতেই হবে। তারপরই শুরু হবে নিয়োগের পরবর্তী প্রক্রিয়া। তাতে নবম-দশমের নিয়োগ প্রক্রিয়া শুরু আরও দেরি হবে তা বলাই যায়…
কবে শুরু হতে পারে নবম-দশমের নিয়োগ প্রক্রিয়া?
রাজ্যে, একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া মিটলে তবেই শুরু হবে নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। সাধারণত নিয়ম অনুযায়ী, ভেরিফিকেশনের পর প্রার্থীদের ইন্টারভিউ এবং ডেমোস্টেশনের জন্য ডাকা হয়। এক্ষেত্রে আগেরবার ভেরিফিকেশনের জন্য কম বেশি দু সপ্তাহ লেগেছিল। তবে নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেই সময়টা আরও বেশি লাগবে বলেই মনে করছেন অনেকে।
আরও পড়ুনঃ সোনা, রুপোর দামে বড় পরিবর্তন! কমল না বাড়ল? আজকের রেট
একাদশ এবং দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার জন্যই এক প্রকার আটকে আছে নবম এবং দশমের ভেরিফিকেশন। ফলে সংশ্লিষ্ট মহলের অনেকেরই দাবি, ফেব্রুয়ারির দিকে সব ঠিক থাকলে SSC নবম এবং দশম শ্রেণীর শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া ধাপে ধাপে শুরু হবে। সাধারণ নিয়ম অনুযায়ী, চূড়ান্ত মেধা তালিকা বা প্যানেল প্রকাশিত হওয়ার পর ওই প্যানেলে যাদের নাম থাকবে তাদের ডাকা হবে কাউন্সিলিংয়ের জন্য। সেই পর্ব মিটলে সুপারিশ পত্র দেবে SSC। সবশেষে যোগ্যরা হাতে পাবেন নিয়োগপত্র। সবমিলিয়ে, নবম ও দশম শ্রেণীর চাকরিপ্রার্থীদের চাকরি পাওয়ার ক্ষেত্রে কিছুটা অপেক্ষা করতে হবে।
অবশ্যই পড়ুন: জয় হচ্ছে BCB-র? T20 বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলবে বাংলাদেশ!
প্রসঙ্গত, একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নবম এবং দশম শ্রেণীর চাকরিপ্রার্থীদের জন্য চাকরি পাওয়ার ক্ষেত্রে কিছুটা অপেক্ষা করতে হলেও একাদশ এবং দ্বাদশ শ্রেণীর চাকরিপ্রার্থীদের মেধা তালিকা চলতি মাসেই প্রকাশ্যে আসার পরই ধাপে ধাপে কাউন্সিলিং সহ সমস্ত পর্ব সেরে তাঁদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগপত্র। কয়েকটি সূত্র যা দাবি করছে তাতে, সব দিক ঠিক থাকলে আসন্ন ফেব্রুয়ারিতেই কাজে যুক্ত হয়ে যেতে পারবেন একাদশ এবং দ্বাদশের যোগ্য চাকরি প্রার্থীরা।