কনভয়ে হামলায় নিষ্ক্রিয় পুলিশ! সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে শুভেন্দু! কবে শুনানি?

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই যেহেতু বিধানসভা নির্বাচন, তাই এখন থেকেই ভোট প্রচারের ময়দানে নেমেছে শাসকদল থেকে শুরু করে বিরোধীরা। জেলায় জেলায় যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভায় করছে, ঠিক তেমনই শুভেন্দু অধিকারীও নেমে পড়েছে প্রচারে। আর এই কর্মসূচির মাঝেই ঘটে গেল বিপদ। চন্দ্রকোনায় শুভেন্দুর কনভয়ে হামলার চালানো হল। তাই এবার সেই ঘটনার প্রতিবাদে সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

CBI তদন্ত চেয়ে হাইকোর্টের শুভেন্দু!

রিপোর্ট মোতাবেক, পুরুলিয়ায় দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে বাড়ি ফেরার সময় গত ১০ জানুয়ারি, শনিবার, পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানা এলাকার চন্দ্রকোনা মোড়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ওঠে। এমনকি ওই ঘটনায় তাঁকে হত্যার চেষ্টার অভিযোগ করেছেন শুভেন্দু। কিন্তু এত কিছুর পরেও নাকি পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছিল। তাই আজ, মঙ্গলবার সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু। তাঁর দাবি, ওই ঘটনার নেপথ্যে কারা ছিলেন, তা কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করানো হোক। বিচারপতি শুভ্রা ঘোষের মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। চলতি সপ্তাহেই ওই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

হামলার ঘটনার রিপোর্ট তলব স্বরাষ্ট্র মন্ত্রকের

শুভেন্দু অধিকারীর কন ভয়ে হামলার অভিযোগের জল গড়িয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দফতর পর্যন্ত। জানা গিয়েছে, হামলার পরপরই ওই ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারী ফোনে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এবং অমিত শাহের মন্ত্রক শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনার রিপোর্ট তলব করেছে। শুভেন্দুর অভিযোগ, তাঁর কনভয় চৌরাস্তা পার হতে না হতেই তাঁদের পথ আটকে দাঁড়ান তৃণমূলের কর্মী-সমর্থকেরা। তার পর বাঁশ, লাঠি নিয়ে তাঁর গাড়ির উপর চড়াও হন। দু’পক্ষে স্লোগান-পাল্টা স্লোগান চলতে থাকে। শেষে ওই ঘটনার প্রতিবাদে চন্দ্রকোনা রোড পুলিশ ফাঁড়িতে ঢুকে অবস্থানে বসেন শুভেন্দু। পরে রাত প্রায় দেড়টা নাগাদ তিনি থানা থেকে বেরোন।অভিযোগের আঙুল উঠছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে গোটা ঘটনাকে ‘সাজানো নাটক’ এবং ‘নিজেদের দলের কোন্দল’ বলে দাবি জানাচ্ছে তৃণমূল কংগ্রেস ।

আরও পড়ুন: এবারেও কলকাতা বইমেলায় থাকছে না বাংলাদেশের প্যাভিলিয়ন, বড় ঘোষণা গিল্ডের

আজ শুধু কনভয়ে হামলার অভিযোগ নয়, এর পাশাপাশি এদিন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নবান্ন চত্বরে অবস্থান বিক্ষোভের আবেদনও করা হয়েছে কলকাতা হাইকোর্টে। আগামী ১৬ জানুয়ারি নবান্নে একাধিক দাবি ঘিরে অবস্থান বিক্ষোভে বসতে চান শুভেন্দু অধিকারী, কিন্তু পুলিশের অনুমতি না মেলায় বিরোধী দলনেতার নেতৃত্বে অবস্থান ধর্নার অনুমতি চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন বিধায়ক শঙ্কর ঘোষের আইনজীবী। আগামীকাল অর্থাৎ বুধবার এই মামলার শুনানি হবে।

Leave a Comment