বিক্রম ব্যানার্জী, কলকাতা: ম্যাচের মাঝে বাধা হয়েছিল বৃষ্টি। তাই বিজয় হাজারের (Vijay Hazare Trophy) কোয়ার্টার ফাইনালের লড়াই শেষ করে সেমিফাইনালে জায়গা করল সৌরাষ্ট্র এবং কর্ণাটক। সোমবার, এই দুই দলই যথাক্রমে উত্তরপ্রদেশ এবং মুম্বইকে ভিজেডি নিয়মে হারিয়েছে। তাতে সেমিতে জায়গা করার স্বপ্ন ভেঙেছে রিঙ্কু সিংদের। বলে রাখি, আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে যে ডাকওয়ার্থ লুইস নিয়মের ব্যবহার হয় ভিজেডিও সেই নিয়মের সমতুল্য।
ভাল ছন্দে থেকেও বিজয় হাজারে থেকে ছিটকে গেল উত্তরপ্রদেশ! বাদ গেল মুম্বইও
চলতি বিজয় হাজারে টুর্নামেন্টের বিগত 7 ম্যাচের 7টিতেই জয় সুনিশ্চিত করে কোয়াটার ফাইনালে উঠেছিল রিঙ্কু সিংয়ের উত্তরপ্রদেশ। ঋষভ পন্থের বিকল্প হিসেবে জাতীয় দলে খেলার কারণে এদিন উত্তরপ্রদেশকে সঙ্গ দিতে পারেননি উইকেট কিপার ব্যাটসম্যান ধ্রুব জুরেল। দেখা গেল, সেই ম্যাচেই হারতে হল উত্তরপ্রদেশকে। এদিন, প্রথমে ব্যাট করতে নেমে 310 রান তুলে ফেলেছিল রিঙ্কুদের দল। তবে নিজে 13 রানের বেশি করতে পারেননি নাইট তারকা। পরবর্তীতে রান তাড়া করতে নেমে 40.1 ওভার পর্যন্ত সৌরাষ্ট্র 3 উইকেট হারিয়ে 238 রান তুলেছিল। তখনই নামে বৃষ্টি আর তারপরই ভিজেডি পদ্ধতিতে সৌরাষ্ট্রকে বিজয়ী ঘোষণা করা হয়।
অন্যদিকে মুম্বইয়ের বিরুদ্ধে বিজয় হাজারের একই দিনের ম্যাচে কর্নাটকের হয়ে দুর্ধর্ষ পারফর্ম করেন দেবদত্ত পাড়িক্বল। এদিন প্রতিপক্ষের স্বপ্ন ভাঙতে একেবারে সর্বস্ব দিয়ে চেষ্টা করে গিয়েছিলেন এই ভারতীয় ক্রিকেটার। এদিন ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেই আঙুলে চোট পেয়েছিলেন মুম্বই দলের সরফরাজ খান। বেশ কিছু ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে পারেননি তুষার দেশপান্ডেও। আর সেই শূন্যস্থানকে শক্তি বানিয়ে ফায়দা তুলেছে কর্ণাটক।
অবশ্যই পড়ুন: জয় হচ্ছে BCB-র? T20 বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলবে বাংলাদেশ!
এদিন প্রতিপক্ষের 254 রানের জবাবে ব্যাট করতে নেমে মায়াঙ্ক আগারওয়াল এবং পাড়িক্বল শুরুর দিকে সাবধানতা অবলম্বন করে খেলছিলেন। এর মাঝে মায়ঙ্ক 12 করে আউট হতেই দ্বিতীয় উইকেটে করুণ নায়ারের সাথে জুটি বেঁধে 143 রান উপহার দেন দলকে। কর্নাটকের যখন ইনিংস 33 ওভারে। 187 রানে প্রথম উইকেট গিয়েছে তাদের। তখনই নামলো বৃষ্টি। আর তারপরই ভিজেডি পদ্ধতিকে অস্ত্র বানিয়ে 55 রানে কর্নাটকে বিজয়ী ঘোষণা করা হলো। এই সূত্রেই সেমিফাইনালে জায়গা করলো দক্ষিণের দল।