রোজভ্যালি মামলায় বড় রায় সুপ্রিম কোর্টের

Rose Valley Case

প্রীতি পোদ্দার, কলকাতা: বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির বাজেয়াপ্ত সম্পত্তি (Rose Valley Case) নিয়ে তরজা যেন কিছুতেই কাটছে না। কমিটি নিয়ে হাইকোর্ট এত সমালোচনা করলেও ইডির অতিসক্রিয়তায় বার বারই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। আর এবার সেই প্রশ্নের ভিড়ের মাঝেই সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল ED। বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির সম্পত্তি অডিটের কাজে হাইকোর্টের নির্দেশকে সম্মতি দিল শীর্ষ আদালত।

ফরেন্সিক অডিটের নির্দেশ হাইকোর্টের

রিপোর্ট মোতাবেক, বেআইনি অর্থলগ্নি সংস্থা রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরাতে অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল। আর সেই কমিটির বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। শুধু তাই নয়, রোজভ্যালির বাজেয়াপ্ত করা প্রায় ২০ থেকে ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি নয়ছয়ের অভিযোগে কলকাতা হাইকোর্ট ফরেন্সিক অডিটের নির্দেশ দেয়। কিন্তু এই নির্দেশ মানতে নারাজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED। তাই হাইকোর্টের ফরেন্সিক অডিটকে অবৈধ ঘোষণার দাবি সহ বেশ কয়েকটি আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছিল ইডি। কিন্তু এবার সেই পিটিশন নিয়ে বড় ধাক্কা খেল ED।

সুপ্রিম কোর্টে বড় ধাক্কা ED-র

গতকাল অর্থাৎ সোমবার বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে ED-র দায়ের করা মামলা ওঠে। সেই মামলায় বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দেয় যে, ইডির আবেদন একেবারেই সন্তোষজনক নয়। ইডির হয়ে সওয়ালকারী অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু নিজেদের অবস্থান বোঝানোর চেষ্টা করেন। কিন্তু কোনো কথাই মানতে চায়নি আদালত। শেষে বাধ্য হয়ে ইডির আইনজীবী মামলা প্রত্যাহারের সুযোগ চান। এরপর সুপ্রিম কোর্ট মামলা প্রত্যাহারের সুযোগ দিয়ে আবেদন খারিজ করে দেয়। অর্থাৎ আশা করা যাচ্ছে এবার হাইকোর্টের নির্দেশিত ফরেন্সিক অডিটে আর কোনো বাঁধা থাকবে না।

আরও পড়ুন: কনভয়ে হামলায় নিষ্ক্রিয় পুলিশ! সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে শুভেন্দু! কবে শুনানি?

প্রসঙ্গত, রোজভ্যালির বাজেয়াপ্ত সম্পত্তি, রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বাধীন কমিটির বিরুদ্ধে প্রথম থেকেই আর্থিক অনিয়মের অভিযোগ তুলছিল হাইকোর্টে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। এদিকে কেন্দ্রীয় সংস্থা ক্যাগ, রাজ্যের অর্থ দপ্তর, কেন্দ্রীয় অর্থ মন্ত্রক, সেবি বিভিন্ন সংস্থাকে হাইকোর্ট সম্পত্তির আর্থিক অডিটের দায়িত্ব দিতে চাইলেও সকলেই এড়িয়ে গিয়েছে। শেষে কেন্দ্রীয় সরকারের কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রকের অধীন সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস ফরেন্সিক অডিটে রাজি হয়ে কাজ চালাচ্ছে। এবার দেখার পালা এই অডিটের ভবিষ্যৎ কী দাঁড়ায়।

Leave a Comment