বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিরাপদে ঝুঁকিহীন বিনিয়োগের জন্য দেশবাসীর প্রথম পছন্দ ভারতীয় পোস্ট অফিস (Post Office Savings Scheme)। এই সরকারি আর্থিক প্রতিষ্ঠানটির বিভিন্ন সঞ্চয় স্কিম বছরের পর বছর ধরে বিনিয়োগকারীদের বিশ্বাস ধরে রেখেছে। তবে পোস্ট অফিসের অন্যান্য সমস্ত স্কিমের মধ্যে মাসিক আয়ের দিক থেকে সবচেয়ে সেরা MIS বা মান্থলি ইনকাম স্কিম। সবচেয়ে বড় কথা, এই স্কিমে একবার মাত্র বিনিয়োগ করে প্রতিমাসে 5,500 টাকা থেকে 9,250 টাকা পর্যন্ত পেতে পারেন আপনি।
পোস্ট অফিসের MIS স্কিম
যেসব ব্যক্তিরা, পোস্ট অফিসে নিরাপদে বিনিয়োগ করে মাসিক আয় নিশ্চিত করতে চান তাদের জন্য ভারতীয় ডাক বিভাগের মান্থলি ইনকাম স্কিম বা MIS দুর্দান্ত বিকল্প হতে চলেছে। এই স্কিমের অধীনে বিনিয়োগকারীরা 7.40 শতাংশ সুদ পেয়ে থাকেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ভারতীয় পোস্ট অফিসের এই স্কিমে যে কেউ চাইলেই মাত্র 1000 টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন।
এবার আসা যাক কারা বিনিয়োগ করতে পারবেন সে বিষয়ে। প্রথমেই বলে রাখি, এটি যেহেতু পোস্ট অফিসের সরকারি স্কিম ফলে এই স্কিমে টাকা রাখতে হলে বিনিয়োগকারীর ন্যূনতম বয়স 18 বছর হতেই হবে। তবেই তিনি পোস্ট অফিসের MIS স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তবে এই স্কিমে সিঙ্গেল ছাড়াও দুজনের জয়েন্ট একাউন্ট কিংবা সর্বোচ্চ 3 জন ব্যক্তি একসঙ্গে অ্যাকাউন্ট খুলে অর্থ সঞ্চয় করতে পারবেন। পোস্ট অফিসের এই স্কিমের মেয়াদ পূর্তির সময়কাল 5 বছর।
কমবেশি সকলেই জানেন, পোস্ট অফিসের MIS স্কিম মূলত এককালীন বিনিয়োগ স্কিম। অর্থাৎ এখানে একজন বিনিয়োগকারী একবারই বিনিয়োগ করতে পারবেন। তবে ওই একবার বিনিয়োগ করেই মাসে মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পেয়ে যাবেন তিনি। বলে রাখি, এই সরকারি প্রকল্পের অধীনে একজন ব্যক্তি সিঙ্গেল অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ 9 লাখ টাকা বিনিয়োগ করতে পারেন। তবে যদি অ্যাকাউন্ট যৌথ হয় সেক্ষেত্রে সর্বোচ্চ 15 লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই স্কিমে বিনিয়োগ করার সাথে সাথেই সুদ মেলে না। বিনিয়োগের অন্তত দু’মাস পর থেকে সুদ দেওয়া শুরু করে পোস্ট অফিস।
অবশ্যই পড়ুন: ৪৩ বছরেই প্রয়াত ব্রাজিলের সুপারস্টার কাকা? ছড়িয়ে পড়ল মৃত্যুর খবর
কীভাবে প্রতিমাসে MIS থেকে 9,250 আয় করবেন?
আগেই জানানো হয়েছে MIS আসলে পোস্ট অফিসের এককালীন স্কিম। কাজেই এই প্রকল্পে যদি কেউ নিজের সিঙ্গেল অ্যাকাউন্ট থেকে 9 লাখ টাকা একবারে বিনিয়োগ করেন তবে বার্ষিক 7.40 শতাংশ সুদের হিসেবে প্রতি মাসে ওই বিনিয়োগকারী এই স্কিম থেকে 5,500 টাকার নিশ্চিত আয় পেয়ে যাবেন। তবে যদি কোনও বিনিয়োগকারী এর থেকেও বেশি আয় করতে যান সে ক্ষেত্রে নিজের প্রিয়জনের সাথে জয়েন্ট অ্যাকাউন্ট খুলে MIS স্কিমে 15 লাখ বিনিয়োগ করে প্রত্যেক মাসে 9,250 টাকা করে পেয়ে যাবেন।
প্রসঙ্গত, পোস্ট অফিসের এই স্কিমে টাকা রাখার পর আগামী 5 বছর জমানো অর্থ তোলার কথা ভুলে যেতে হবে। যদি কেউ এই স্কিমে অর্থ রাখার তিন বছরের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে, ব্যক্তির মূলধন থেকে 2 শতাংশ অর্থ কেটে নেবে পোস্ট অফিস। কেউ যদি 3 থেকে 5 বছরের মধ্যে MIS অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে 1 শতাংশ কাটা হবে। তবে বিনিয়োগকারীরা চাইলে এই স্কিমের মেয়াদ আরও 5 বছরের জন্য বাড়িয়েও নিতে পারেন।