সহেলি মিত্র, কলকাতাঃ ফের একবার বড় রেল দুর্ঘটনা ঘটে গেল। সেইসঙ্গে শুরু হয়েছে মৃত্যুমিছিল। থাইল্যান্ডে ঘটেছে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা (Thailand Train Accident)। জানা গিয়েছে, রাজধানী ব্যাংকক থেকে থাইল্যান্ডের উত্তর-পূর্ব প্রদেশে যাওয়া একটি ট্রেনে ক্রেন ভেঙে পড়ে। কর্মকর্তারা জানিয়েছেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় এখনও অবধি কমপক্ষে ২২ জন নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন। যদিও আহত ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
থাইল্যান্ডে বড় রেল দুর্ঘটনা
বুধবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে ব্যাংককের ২৩০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত রাচাসিমা প্রদেশের শিখিও জেলায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। একজন পুলিশ কর্মকর্তা জানান, দুর্ঘটনাস্থলে একটি হাইস্পিড ট্রেন লাইনের নির্মাণ কাজ চলছিল। এরপর ব্যাংকক থেকে ট্রেনটি আসার সাথে সাথে নির্মাণ ক্রেনটি সরাসরি তার উপর পড়ে যায়। ক্রেনটি ট্রেনটিকে লাইনচ্যুত করে এবং কিছু বগিতে আগুন ধরে যায়।
আরও পড়ুনঃ সংক্রান্তিতে কাঁপাবে শীত, শৈত্যপ্রবাহ দক্ষিণবঙ্গের ৭ জেলায়, আজকের আবহাওয়া
বিবৃতি জারি সরকারের
পুলিশ জানিয়েছে যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে। থাই সরকার দুর্ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে X-এ একটি বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, “আজ ১৪ জানুয়ারি সকাল ৯:০৫ মিনিটে, নাখোন রাতচাসিমার শিখিউতে একটি উচ্চ-গতির রেল সেতুর জন্য ব্যবহৃত একটি নির্মাণ ক্রেন চলন্ত যাত্রীবাহী ট্রেনের উপর পড়ে যায়। ট্রেনটি লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায়। ৩০ জনেরও বেশি যাত্রী আহত হন, অনেকে বগির ভেতরে আটকা পড়েন। ঘটনাস্থলে একাধিক উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।”