সৌভিক মুখার্জী, কলকাতা: রাশিয়া থেকে তেল কেনা (Russian Oil Import) নিয়ে এমনিতেই ভারতের উপর সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এবার ২০২৫ সালের শেষভাগের রিপোর্ট বলছে, অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে এসেছে বিরাট পরিবর্তন। দীর্ঘদিন দ্বিতীয় স্থানে থাকার পর এবার রাশিয়ার তেল আমদানিকারক দেশের তালিকায় তৃতীয় স্থানে চলে গেলে ভারত। জানা যাচ্ছে, ডিসেম্বর মাসে রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি ২৯ শতাংশ পতন হয়েছে। তাহলে কি ট্রাম্পের হুঁশিয়ারিতে কাজ হল?
কতটা কমল রাশিয়া থেকে ভারতের তেল আমদানি?
রিপোর্ট অনুযায়ী, ডিসেম্বর ২০২৫-এ রাশিয়া থেকে ভারতের মোট হাইড্রোকার্বন আমদানির মূল্য ছিল ২৩০ কোটি ইউরো। আর সেখানে নভেম্বর মাসে সেই অংক ছিল ৩৩০ কোটি ইউরো। অর্থাৎ, মাত্র এক মাসের ব্যবধানেই প্রায় ১০০ কোটি ইউরো কমে গেছে ভারতের আমদানির পরিমাণ। আর বিশেষজ্ঞদের মতে, এই পতনের পিছনে কয়েকটি কারণ কাজ করছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জামনগর রিফাইনারি ডিসেম্বর মাসে রাশিয়া থেকে তেল আমদানি অর্ধেক কমিয়েছে। এমনকি রাষ্ট্রীয় তেল সংস্থাগুলিও রাশিয়া থেকে তেল কেনা প্রায় ১৫ শতাংশ কমিয়েছে।
দ্বিতীয় স্থানে কোন দেশ?
এদিকে ভারতকে টপকে এবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে তুরস্ক। রিপোর্ট বলছে, ডিসেম্বর মাসে তুরস্ক রাশিয়া থেকে ২৬০ কোটি ইউরো মূল্যের হাইড্রোকার্বন আমদানি করেছিল। অন্যদিকে তালিকায় এখনও শীর্ষে রয়েছে জিনপিং-এর দেশ। হ্যাঁ, বিশ্বের মধ্যে চিন একাই রাশিয়ার মোট তেল রফতানির আয়ের ৪৮ শতাংশ যোগান দেয়। যার আর্থিক মূল্য ৬০০ কোটি ইউরো।
তবে বলে রাখি, ডিসেম্বর মাসে ভারত রাশিয়া থেকে ১৮০ কোটি ইউরো মূল্যের অপরিশোধিত তেল, ৪২৪ মিলিয়ন ইউরো মূল্যের কয়লা এবং ৮২ মিলিয়ন ইউরো মূল্যের তেলজাত পণ্য আমদানি করেছে। আর মোট আমদানির ৭৮ শতাংশ হয়েছিল অপরিশোধিত তেল। বিশেষজ্ঞদের মতে, ভারতের এই আমদানি হ্রাস পেয়েছে বিশ্ববাজারে তেলের দামের ওঠানামা, রিফাইনারি সংস্থাগুলির সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক টানাপোড়েনের কারণেই।