বাংলা, অসম থেকে চলবে ৯টি নতুন অমৃত ভারত এক্সপ্রেস, কোন কোন রুটে ছুটবে দেখুন

New 9 Amrit Bharat Express for West Bengal and Assam see routes

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বহু অপেক্ষার পর প্রথম বন্দে ভারত স্লিপার পেয়েছে দেশ। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে ভারতের প্রথম স্লিপার ট্রেনটি পেয়েছে বাংলা। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বন্দে ভারত স্লিপারকে রেলের উপহার হিসেবেই নিচ্ছেন এ রাজ্যের যাত্রীরা। তবে শুধু বন্দে ভারতেই আটকে থাকেনি রেলমন্ত্রক। পাশাপাশি একযোগে অসম এবং বাংলা মিলিয়ে 9টি নতুন অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express) চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। আগামী কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গ এবং অসম থেকে চালু হতে যাওয়া নতুন 9 ট্রেনের উদ্বোধন করে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পরিযায়ী শ্রমিকদের কথা ভেবেই চালু করা হচ্ছে অমৃত ভারত ট্রেনগুলি?

ভারতীয় রেলের একটি সূত্র জানিয়েছে, পশ্চিমবঙ্গ এবং অসম থেকে 9টি নতুন অমৃত ভারত ট্রেন চালু করা হচ্ছে সেগুলি বিহার, উত্তর প্রদেশ, ওড়িশা, দিল্লি, তামিলনাড়ু, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এমনকি কর্ণাটকের মতো বড় রাজ্যগুলিকেও বাংলা এবং পড়শি রাজ্য অসমের সাথে যুক্ত করবে। সবচেয়ে বড় কথা, দুই রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যাতে অল্প খরচে ভিন রাজ্য বা দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে গিয়ে কাজ করতে পারেন সেজন্যই রেলের এই বিশেষ ট্রেন উপহার। পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি বাংলা থেকে প্রতিবছর বহু রোগী চিকিৎসার জন্য তামিলনাড়ুর চেন্নাই অর্থাৎ দক্ষিণ ভারতে যান। বাংলায় নতুন তিন অমৃত ভারত চালু হওয়ার নেপথ্যে এটাও একটা বড় কারণ।

এই নতুন 9টি অমৃত ভারত পেতে চলেছে বাংলা এবং অসম

রেলের তরফে যে 9টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের ঘোষণা করা হয়েছে, সেই তালিকায় প্রথমেই রয়েছে, গুয়াহাটি বা কামাখ্যা রোহতক অমৃত ভারত এক্সপ্রেস। দু’নম্বরে রয়েছে ডিব্রুগড় থেকে লখনউ বা গোমতী নগর এক্সপ্রেস। তিন নম্বরে রয়েছে নিউ জলপাইগুড়ি থেকে নাগেরকয়েল অমৃত ভারত এক্সপ্রেস। চার নম্বরে নিউ জলপাইগুড়ি-তিরুচিরাপল্লী অমৃত ভারত এক্সপ্রেস। পাঁচ নম্বরে আলিপুরদুয়ার-এসএসভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস। ছয় নম্বরে আলিপুরদুয়ার-মুম্বই বা পানভেল অমৃত ভারত এক্সপ্রেস। সাত নম্বরে সাঁতরাগাছি- তাম্বরম অমৃত ভারত এক্সপ্রেস। 8 নম্বরে হাওড়া আনন্দ বিহার টার্মিনাল ( দিল্লি) অমৃত ভারত এক্সপ্রেস এবং 9 নম্বরে কলকাতা (শিয়ালদহ)-বেনারস অমৃত ভারত এক্সপ্রেস।

অবশ্যই পড়ুন: U-19 বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত-আমেরিকা, কোথায় ফ্রিতে দেখবেন লাইভ স্ট্রিমিং?

উল্লেখ্য, আগামী 17 জানুয়ারি পশ্চিমবঙ্গ সফরে এসে মালদহ টাউন স্টেশনে দেশের প্রথম বন্দে ভারত স্লিপারে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল সূত্রে খবর, এদিনই বাংলায় নতুন করে চালু হতে যাওয়া অমৃত ভারত এক্সপ্রেস গুলিরও উদ্বোধন করতে পারেন তিনি। এছাড়াও আলাদা করে অসম সফরে গিয়ে সেখানে অসম থেকে চালু হতে যাওয়া অমৃত ভারত এক্সপ্রেসগুলির উদ্বোধন করবেন মোদি।

Leave a Comment