সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের গাড়ির বাজারে বিরাট চমক দিল টাটা মোটরস। সংস্থাটি এবার তাদের জনপ্রিয় মাইক্রো SUV Tata Punch 2026 এর ফেসলিফ্ট মডেল (Tata Punch 2026 Facelift) আনুষ্ঠানিকভাবে লাঞ্চ করল। আর এটি Punch এর প্রথম বড় আপডেট, যেখানে ডিজাইন থেকে শুরু করে প্রযুক্তি এবং সুরক্ষায় নিয়ে আসা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন। সবথেকে বড় ব্যাপার, এই গাড়ির দাম শুরু হচ্ছে মাত্র 5.59 লক্ষ টাকা থেকে এবং গতকাল থেকেই তা বুকিং শুরু হয়েছে।
নতুন লুক এবং প্রিমিয়াম ডিজাইন
2026 Tata Punch ফেসলিফ্ট এবার এক্কেবারে নতুন রূপে হাজির হয়েছে। হ্যাঁ, বাইরের ডিজাইনে রয়েছে আপডেটেড এলইডি হেডল্যাম্প, ব্ল্যাকআউট ফ্রন্ট গ্রিল, নতুন LED ডে-টাইম রানিং লাইট এবং রিডিজাইন করা বাম্পার ও LED টেলল্যাম্পের সুবিধা। এমনকি টপ ভেরিয়েন্টে নতুন 16 ইঞ্চি অ্যালয় হুইল থাকবে যা গাড়িটিকে আগের তুলনায় আরও স্পোর্টি এবং মাসকুলার লুক দিয়েছে।
আধুনিক কেবিন
প্রসঙ্গত, গাড়ির ভেতরের অংশেও বিরাট পরিবর্তন এনেছে টাটা। নতুন পাঞ্চ ফেসলিফ্টে এবার সেমি Ultra-View HD টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম দেওয়া হচ্ছে। পাশাপাশি ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কারপ্লে সাপোর্ট, ওয়্যারলেস ফোন চার্জার, অটো-ডিমিং IRVM, IRA কানেক্টেড কার টেকনোলজি, প্যাডল শিফটার ও CNG AMT শিফটের মতো সব ফিচার্স রয়েছে। আর এই সেগমেন্টে 210 লিটার বুট স্পেস যথেষ্ট ভালো বলেই মনে করা হচ্ছে।
সেফটিতে নেই কোনও আপস
টাটার গাড়ি বরাবরই সুরক্ষার জন্য পরিচিত। তবে এই গাড়িতে সেই দিক আরও শক্তিশালী করা হয়েছে। কারণ, এই গাড়িটির সব ভেরিয়েন্টে 6টি এয়ারব্যাগ থাকছে। পাশাপাশি আগের মতোই 5 স্টার সেফটি রেটিং এবং টপ ভেরিয়েন্টে 360 ডিগ্রি HD ক্যামেরা দেওয়া হচ্ছে। এছাড়া ব্লাইন্ড ভিউ মনিটর, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল, ট্র্যাকশন কন্ট্রোল ও টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম পাওয়া যাবে।
ইঞ্জিন ও পারফরমেন্স
রিপোর্ট অনুযায়ী, 2026 Tata Punch-এ একাধিক ইঞ্জিন অপশন থাকতে পারে। নতুন 1.2 লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন থাকবে, যা 120 PS পাওয়ার এবং 170 Nm টর্ক উৎপন্ন করতে পারবে। এমনকি 6 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স থাকার সম্ভাবনাও রয়েছে। আর আগের মতোই 1.2 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন থাকছে। এছাড়া CNG ভেরিয়েন্টও থাকছে।
ভেরিয়েন্ট অনুযায়ী দাম
প্রথমে আমরা যদি পেট্রোল ভেরিয়েন্ট নিয়ে কথা বলি, তাহলে প্রতিটি ভেরিয়েন্টের আলাদা আলাদা দাম রয়েছে। সেগুলি হল—
- Punch Facelift 1.2 MT Smart – 5.59 লক্ষ টাকা
- Punch Facelift 1.2 MT Pure – 6.49 লক্ষ টাকা
- Punch Facelift 1.2 MT Pure+ – 6.99 লক্ষ টাকা
- Punch Facelift 1.2 MT Adventure – 7.59 লক্ষ টাকা
- Punch Facelift 1.2 MT Accomplished – 8.29 লক্ষ টাকা
- Punch Facelift 1.2 MT Accomplished+ – 8.99 লক্ষ টাকা
আরও পড়ুন: হাইকোর্টে I-PAC মামলার মুলতুবি চাইল ইডি
অন্যদিকে সিএনজি ভেরিয়েন্ট মডেলগুলোর দাম হল—
- Punch Facelift 1.2 CNG MT Smart – 6.69 লক্ষ টাকা
- Punch Facelift 1.2 CNG MT Pure – 7.49 লক্ষ টাকা
- Punch Facelift 1.2 CNG MT Pure+ – 7.99 লক্ষ টাকা
- Punch Facelift 1.2 CNG MT Adventure – 8.59 লক্ষ টাকা
- Punch Facelift 1.2 CNG MT Accomplished – 9.29 লক্ষ টাকা