দক্ষিণবঙ্গে শীত কমার আভাস IMD-র, কবে থেকে? আগামীকালের আবহাওয়া

South Bengal

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্য জুড়ে জাঁকিয়ে শীতের তাণ্ডব যেন কিছুতেই কমছে না। এমনিতেই মকর সংক্রান্তিতেই কনকনে ঠান্ডায় কাঁপছে গোটা বাংলা। সংক্রান্তির পরেও, অর্থাৎ মাঘ মাসের শুরুতেই ঠান্ডার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সঙ্গে উত্তুরে হাওয়ার দাপট চলবে। তবে মাঘ মাস থেকেই নাকি দক্ষিণবঙ্গে (South Bengal) শীতের দাপট কমবে।

হাওয়া অফিস জানিয়েছে, এইমুহুর্তে উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমি ঝঞ্ঝা রয়েছে। এছাড়াও আগামীকাল, বৃহস্পতিবার নতুন করে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে। তবে বাঁধা পাবে না উত্তুরে হাওয়ার দাপট। তার জেরে আগামী দু’দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। ফলে এখনই ঠান্ডা কমার সম্ভাবনা নেই। তবে শীতের দাপট ধীরে ধীরে কবে থেকে কমবে সেই নিয়ে বড় আপডেট দিল IMD। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতার সহ দক্ষিণ বঙ্গে শীতল এবং শুষ্ক আবহাওয়া দেখা যাবে। চলতি সপ্তাহে রাতের তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। যেমন রয়েছে, তেমনই থাকবে। আগামী সোমবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ রাতের তাপমাত্রায় বিশেষ ওঠানামা হবে না। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। জানা গিয়েছে, চলতি সপ্তাহান্ত থেকেই ঠান্ডা কমতে চলেছে পশ্চিমবঙ্গে। রাজ্যের প্রত্যেক জেলায় ন্যূনতম তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে চলতি সপ্তাহে সকালের দিকে সব জেলাতেই হালকা কুয়াশা দেখা যেতে পারে। হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বেশ কুয়াশা দেখা যাবে।

আরও পড়ুন: গ্র্যাচুইটি নিয়ে সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের জেলাগুলির তুলনায় উত্তরের জেলাগুলিতে শীতের দাপট আরও বেশি। রাতের তাপমাত্রা স্বাভাবিকের দুই থেকে তিন ডিগ্রি নীচে থাকবে। এর মাঝে সর্বনিম্ন তাপমাত্রায় বড়সড় হেরফের হবে না। অর্থাৎ, আগামী সাত দিনে রাতের তাপমাত্রা বিশেষ ওঠানামার সম্ভাবনা নেই। তবে এলাকায় ঘন কুয়াশা থাকবে। চার জেলায় ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দাপট চলবে। ওই সময়ে কোথাও কোথাও সকালের দিকে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্তও নেমে আসতে পারে।

Leave a Comment