খরচ ৩,৬০০ কোটি, অমৃত ভারত স্টেশন প্রকল্পে বাংলার ১০১ স্টেশনের চেহারাই পাল্টে দেবে রেল

Bengal 101 stations will rebuilt under Amrit Bharat Station Scheme

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অমৃত ভারত স্টেশন প্রকল্পের (Amrit Bharat Station Scheme) আওতায় গোটা দেশজুড়ে রেল স্টেশন পুননির্মাণ ভারতীয় রেলের এক বিরাট কর্মসূচি। আর সেই কর্মসূচির আওতায় 25 হাজার কোটি টাকা খরচ করে দেশের বিভিন্ন রাজ্যের কোণায় কোণায় থাকা অসংখ্য স্টেশনের চেহারাই পাল্টে দিয়েছে ভারতীয় রেল। এবার সেই সূত্র ধরেই বাংলার আরও 101টি স্টেশনের আধুনিকীকরণ করবে রেল। এ নিয়ে ভারতীয় রেল জানিয়েছে, এই বিশেষ কর্মসূচির অধীনে বাংলার স্টেশনগুলির শুধু আধুনিকীকরণ নয়, সেই সাথে স্টেশনগুলির পরিকাঠামেও আমূল বদল আসবে।

অমৃত ভারত প্রকল্পে সেজে উঠবে বাংলার 101টি স্টেশন

ভারতীয় রেলের তরফে খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে, অমৃত ভারত প্রকল্পের আওতায় বাংলার যে স্টেশন গুলির পরিকাঠামোয় বদল আনা হবে সেইসব স্টেশনে যাত্রীদের জন্য আধুনিক সুবিধা, আধুনিক প্রতীক্ষালয়, ডিজিটাল তথ্য আদান-প্রদান ব্যবস্থা, ওয়াটার পিউরিফায়ার থেকে শুরু করে যে অঞ্চলের স্টেশন সেই এলাকার স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্য গুরুত্ব পাবে স্টেশনগুলি পুননির্মাণের সময়।

বাংলায় অমৃত ভারত স্টেশন প্রকল্প নিয়ে পূর্ব রেল জানিয়েছে, বঙ্গের অন্তত 101টি স্টেশনকে প্রথম পর্বে ঢেলে সাজানো হচ্ছে। সেই মতোই, বাংলার স্টেশনগুলির জন্য বিনিয়োগ করা হয়েছে 3,600 কোটি টাকা। রেল সূত্রে খবর, কলকাতা এবং শহরের সীমান্তবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, বাংলার অন্যান্য গুরুত্বপূর্ণ শহর এবং জনপ্রিয় তীর্থস্থান সংলগ্ন প্রায় সমস্ত স্টেশন মিলিয়েই চলছে এই উন্নয়নের কাজ। রেলের তরফে যা খবর, বাংলার অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় যে 101টি স্টেশনকে ধরা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হাওড়া, শিয়ালদহ, নিউ জলপাইগুড়ি, আসানসোল, ব্যান্ডেল, মালদা টাউন, শান্তিপুর, বেথুয়াডহরি, কল্যাণী, বোলপুর শান্তিনিকেতন, ব্যারাকপুর, পুরুলিয়া, রানাঘাট, দীঘা, বনগাঁ শাখার চাঁদপাড়া, খড়গপুর, কলকাতা, আদ্রা, আলিপুর, শিলিগুড়ি, শালিমার ও সাঁতরাগাছি। এছাড়াও বর্ধমানের মতো জংশনগুলিকেও এই তালিকায় যুক্ত করা হতে পারে।

অবশ্যই পড়ুন: বাংলা, অসম থেকে চলবে ৯টি নতুন অমৃত ভারত এক্সপ্রেস, কোন কোন রুটে ছুটবে দেখুন

প্রসঙ্গত, ভারতীয় রেলের অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ঢেলে সাজানো হচ্ছে, মালদা টাউন স্টেশনটিকে। কাজ চলছে নিউ জলপাইগুড়ি বা NJP স্টেশনেও। ভারতীয় রেলের বিশেষ প্রকল্পের অধীনে এই স্টেশনে নতুন টার্মিনাল, আধুনিক যাত্রী পরিকাঠামো, একটি এয়ার কনকোর্স সহ একাধিক উন্নত সুযোগ সুবিধা মিলিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনটিকে উত্তর-পূর্বের প্রবেশদ্বার হিসেবে গড়ে তোলা হচ্ছে। এছাড়াও 380 কোটি টাকা খরচ করে সাঁতরাগাছি স্টেশনটিকে নতুন করে সাজিয়ে তুলতে বদ্ধপরিকর রেল। একই সাথে শালিমার, আসানসোলের মতো স্টেশন গুলিতেও দ্রুত গতিতে চলছে উন্নয়নের কাজ।

Leave a Comment