সহেলি মিত্র, কলকাতা: কল্যাণী এক্সপ্রেসওয়ে (Kalyani Expressway) দিয়ে চলাচল করতে পারবে না বাইক? বিগত কয়েকদিন ধরে এহেন খবর ঘিরে ব্যাপক কনফিউশনের সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। সত্যিই কি তাই? এই নিয়ে সামনে এল বড় তথ্য, যেটি সম্পর্কে জানলে আপনিও অবাক হবেন। আপনিও কি রোজ এই এক্সপ্রেসওয়ে-র ওপর দিয়ে যাতায়াত করেন? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।
কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে চলাচল করবে বাইক?
আসলে সম্প্রতি একটি পোস্টারকে সামনে রেখে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। তবে কি সত্যিই এ বার থেকে আর কল্যাণী এক্সপ্রেসওয়েতে বাইক-সহ অন্যান্য গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হলো? কল্যাণী এক্সপ্রেসওয়েতে সব সময়েই গাড়ির চাপ থাকে। দুর্ঘটনা কমাতে সম্প্রতি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে একটি নোটিস টাঙানো হয়। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, বাইক, ভ্যান, সাইকেলের জন্য সার্ভিস রোড ব্যবহার করুন। এর পরেই জল্পনা তুঙ্গে। তবে এই নিয়ে নীরবতা ভাঙল পুলিশ।
আরও পড়ুনঃ ভারত বাংলাদেশে হামলা করলে জবাব দেবে পাকিস্তান, হুমকি শেহবাজ শরীফের ঘনিষ্ঠর
কী বলছে পুলিশ?
কল্যাণী এক্সপ্রেসওয়ে নিয়ে ট্র্যাফিক ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে যে ইঞ্জিন ভ্যান গুলো অর্থাৎ মোটরসাইকেলের ইঞ্জিন দিয়ে বানানো ভ্যানগুলিকে হাইরোড দিয়ে চালানো যাবে না। আর পুলিশ এটাকেই বোঝানোর জন্য বাইক-ভ্যান কথাটি উল্লেখ করেছে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে অনেক বাইক ছুটে চলেছে। এর প্রতিবন্ধকতা নেই।
মানুষের মধ্যে শুধুমাত্র পুলিশের তরফে জারি করা একটাই শব্দ বাইক ভ্যান নিয়ে যত কনফিউশনের সৃষ্টি তৈরী করেছে মানুষের মধ্যে। অর্থাৎ আর চিন্তা নেই, বাইক আরোহীরা নিশ্চিন্তে কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে বাইক চালাতে পারবেন। কেউ আটকাবে না। আবারো জানিয়ে রাখি, এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে ‘বাইক-ভ্যান’ চালানো যাবে না। এই ভ্যানগুলিকেই মূলত সার্ভিস রোড দিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।