সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৪ জানুয়ারি, বুধবার। আইপ্যাক শুনানি মুলতুবির আর্জি, মমতাকে মানহানির নোটিশ শুভেন্দুর, বর্ধমানে নিপা ভাইরাস, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) মকর সংক্রান্তি থেকে ট্রেনের টিকিটে অতিরিক্ত ছাড়
মকর সংক্রান্তি থেকে আগামী ছয় মাসের জন্য রেলের টিকিটে এবার ৩% ছাড় মিলবে। হ্যাঁ, পশ্চিম মধ্য রেলওয়ের আওতায় RailOne অ্যাপের মাধ্যমে অসংরক্ষিত টিকিট কিনলে এই সুবিধা প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। আগে সুবিধাটি শুধুমাত্র আর ওয়ালেটে ছিল। এখন তা ইউপিআই, ডেবিট, ক্রেডিট কার্ড ও নেট ব্যাঙ্কিং সহ সমস্ত ডিজিটাল পেমেন্টেই পাওয়া যাবে। রেল প্রশাসন বলছে, এতে যাত্রীদের সাশ্রয় হবে এবং কাউন্টারে লাইন অনেকটাই কমবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) বর্ধমানে আরও দু’জন নিপা ভাইরাসে আক্রান্ত
বর্ধমানে নিপা ভাইরাস আক্রান্ত সন্দেহে আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হল। একজন হাউস স্টাফ এবং একজন নার্স। তারা পূর্বে আক্রান্ত নার্সদের সংস্পর্শে এসেছিলেন বলে খবর। স্বাস্থ্য দফতর এবং কেন্দ্রীয় সরকার সতর্কতা জারি করেছে এবং কন্টাক্ট টেস্টিং চালানো হচ্ছে। পাশাপাশি আক্রান্তদের গতিবিধি খতিয়ে দেখা হচ্ছে। নিপা ভাইরাস প্রাণীদের থেকে মানুষে ছড়াতে পারে এবং মারাত্মক এনসেফালাইটিসও সৃষ্টি করতে পারে। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নীতি কঠোর করা হয়েছে, যাতে সংক্রমণ অনেকটাই রোধ করা যায়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) মকর সংক্রান্তি উপলক্ষে ইচ্ছা মতো ছুটি নিল পশ্চিমবঙ্গের স্কুল
মকর সংক্রান্তি উপলক্ষে পশ্চিমবঙ্গের কিছু জেলায় প্রাথমিক স্কুলগুলোতে ছুটি ঘোষণা করা হল। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের সরকারি ছুটির তালিকায় সেই ছুটি অন্তর্ভুক্ত ছিল না। কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ সহ মোট ছয়টি জেলায় প্রাথমিক বিদ্যালয় সাংসদ নিজেদের ক্ষমতা প্রয়োগ করে ছুটি দিয়েছে। আর পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, সরকারি নির্দেশিকা মেনে জেলা সংসদ অতিরিক্ত ছুটি দিতে পারে। উৎসব এবং সংস্কৃতি স্বাচ্ছন্দের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) থাইল্যান্ডে ট্রেনের উপর ভেঙে পড়ল ক্রেন, মৃত্যু ২২ জনের
থাইল্যান্ডের রাচাসিমা প্রদেশে ব্যাংকক থেকে উত্তর-পূর্বে যাচ্ছিল একটি ট্রেন। তবে ট্রেনটির উপর আস্ত একটি ক্রেন ভেঙে পড়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে এবং ৩০ জনের বেশি আহত হয়েছে বলে খবর। দুর্ঘটনার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়ে কিছু বগিতে আগুনে ঝরে যায়। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত কাজে হাত লাগায় এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সরকার এবং পুলিশ ঘটনাস্থলের বিস্তারিত বিবরণ দিয়ে জানিয়েছে, উদ্ধার অব্যাহত রয়েছে এবং আহত ও মৃতের সংখ্যা বাড়তে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) মুর্শিদাবাদে এসআইআর শুনানিতে ডাকল বিএলও-কে
মুর্শিদাবাদের বিএলও আবু ওবায়দা বিন জাররাহকে ভোটার তালিকায় তথ্যগত অসঙ্গতি থাকার কারণে এসআইআর শুনানির নোটিশ পাঠানো হল, যাতে তিনি হতবাক এবং ক্ষুব্ধ হয়েছেন। ২০০২ ও ২০২৫ সালের তালিকায় নাম থাকা সত্বেও কমিশন তাঁকে তলব করেছে। এমনকি একইভাবে বর্ধমানের দেবশঙ্কর চট্টোপাধ্যায় নিজের এবং স্ত্রীর তথ্যগত অসঙ্গতির কারণে নোটিশ পেয়েছেন। বিএলও এবং জনপ্রতিনিধিদের এমন নোটিশ পেয়ে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। আর এই পদক্ষেপ কমিশনের নির্দেশই করা হয়েছে বলে খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) নতুন বছরে বৈদেশিক মুদ্রার রেকর্ড পতন
নতুন বছরের শুরুতেই ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডার রেকর্ড পতন হল। এক বছরে সর্বনিম্ন ৬৮ হাজার ৬০০ কোটি ডলারে নেমে এসেছে, যা সেপ্টেম্বর ২০২৪ এর ১৭ হাজার ৫০০ কোটি ডলারের থেকে প্রায় ১০০০ কোটি ডলার কম। মূল কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে টাকার দুর্বলতা, রফতানি হ্রাস এবং শেয়ার বাজার থেকে বিদেশে বিনিয়োগকারীদের তহবিল উত্তোলনকেই ধরা হচ্ছে। মিউচুয়াল ফান্ডে তহবিল ৫০ হাজার কোটি টাকা কমেছে। তবে সাধারণ মানুষের এসআইপি বিনিয়োগ অনেকটাই বেড়েছে বলে খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) মমতার বিরুদ্ধে মানহানির নোটিশ পাঠাল শুভেন্দু অধিকারী
বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানহানির নোটিশ পাঠিয়েছেন। কয়লা দুর্নীতির অভিযোগ নিয়ে মমতা তাঁর বিরুদ্ধে মন্তব্য করেছিলেন। নোটিশে ৭২ ঘণ্টার মধ্যে জবাব চাওয়া হলে সময়সীমা শেষ হওয়া সত্বেও এখনও কোনও রকম উত্তর না মেলায় শুভেন্দু এবার আইনি পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেছেন, মমতার মন্তব্য বিকৃত এবং তার জন্য আদালতে দেখা হবে। আর এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ছে। এমনকি ইডির আইপ্যাক অভিযানকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) বাংলা ও অসম থেকে নয়টি অমৃত ভারত এক্সপ্রেস
বাংলা ও অসম থেকে নয়টি নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালু করতে চলেছে ভারতীয় রেল। আর এই ট্রেনগুলি বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, দিল্লি, তামিলনাড়ু, মহারাষ্ট্র, অন্ধপ্রদেশ এবং কর্ণাটকের সঙ্গে দুই রাজ্যকে যুক্ত করবে। বিশেষ করে পরিযায়ী শ্রমিক ও চিকিৎসার সুবিধার জন্য এই ট্রেন। তালিকায় গুয়াহাটি-রোহতক, ডিব্রুগড়-লখনউ, নিউ জলপাইগুড়ি-নাগেরকয়েল, নিউ জলপাইগুড়ি-তিরুচিরাপল্লী, আলিপুরদুয়ার-বেঙ্গালুরু, আলিপুরদুয়ার-মুম্বই, সাঁতরাগাছি-তাম্বরম, হাওড়া-আনন্দ বিহার, কলকাতা-বেনারস ট্রেন রয়েছে। আর এই ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) আইপ্যাক মামলা মুলতুবি রাখার আবেদন ইডির
কলকাতা হাইকোর্টে আইপ্যাক তল্লাশি মামলার শুনানিতে এবার মামলা মুলতুবি রাখার জন্য আবেদন করল ইডি। তাদের যুক্তি, বিষয়টি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। তাই হাইকোর্টে এখন শুনানি হলে বিপর্যয় ঘটতে পারে। আদালতে শুধুমাত্র আইনজীবী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে শুনানি হবে এবং লাইভ স্ট্রিমিং হবে। তবে ইডি চাইছে, সিবিআই পুরো তদন্ত হস্তান্তর করুক এবং আইপ্যাক অফিস ও প্রতীক জৈনর বাড়ির ফুটেজ সংগ্রহ ও পুলিশ সহযোগিতা নিশ্চিত করুক। তৃণমূলের আইনজীবী বলেছেন, ইডি নিজেই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) প্রয়াত হলেন অমল অসুর খ্যাত অমল চৌধুরী
বাঙালি টেলিভিশনের প্রথম অসুর অমল চৌধুরী, যাকে সবাই অমল অসুর নামেই জানতেন, আজ বুধবার তিনি প্রয়াত হয়েছেন। ৬৩ বছর বয়সে তাঁর মৃত্যু হল। ৯০ দশকে মহালয়ার ভোরে ডিডি বাংলার পর্দায় অসুরের ভূমিকায় তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তবে শেষ জীবনে অসুরের রূপের জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তিনি অর্থ এবং একাকীত্বের সঙ্গে লড়াই করছিলেন। এমনকি হাতে কাজ ছিল না, জীবনযাপন কষ্টকর ভাবে কাটছিল। আত্মীয়রাও পাশে ছিল না। কিছু অঙ্কনের টিউশন দিয়েই তার দুবেলা রুটি জুটত। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন