সহেলি মিত্র, কলকাতাঃ কনকনে শীত এবং ঘন কুয়াশার দাপট অব্যাহত রয়েছে সমগ্র বাংলায়। বরং ফের একবার বাংলার পারদ বেশ খানিকটা নেমে গিয়েছে। আগামী দিনে আরও বেশ খানিকটা তাপমাত্রা কমবে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। আজ বৃহস্পতিবার থেকে বাংলায় ফের উত্তুরে হাওয়ার দাপট শুরু হবে। হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত পৌষ সংক্রান্তি থেকে মাঘ মাসের শুরুর কয়েক দিন বাংলার তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচেই থাকবে। এদিকে নতুন করে সৃষ্টি হয়েছে পশ্চিম ঝঞ্ঝা। এর জেরে কি তাপমাত্রা কমবে নাকি বৃষ্টি হবে বাংলায়? চলুন জেনে নেবেন।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (weather today) প্রসঙ্গে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এছাড়া বাকি জেলাগুলির পারদ ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। আরও জানা গিয়েছে, আজ থেকে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে যেতে পারে।
আরও পড়ুন: লক্ষ্মীবারে অর্থের জোয়ার আসবে ৫ রাশির উপর! আজকের রাশিফল, ১৫ জানুয়ারি
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমি ঝঞ্ঝা রয়েছে। বৃহস্পতিবার নতুন করে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে। যদিও আজ বিকেল থেকেই রাজ্যে শুরু হয়ে যাবে উত্তুরে হাওয়ার দাপট। তার জেরে আগামী দু’দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। ফলে এখনই ঠান্ডা কমার সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের শীতের কামড় বেশি থাকবে। কনকনে শীত থাকবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পং জেলার সর্বনিম্ন পারদ যথাক্রমে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দাপট চলবে। দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০ মিটারে।