১ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে পেনশন অফিস, সমস্যায় ৫ লক্ষ পেনশনভোগী

Pensioner

সহেলি মিত্র, কলকাতাঃ রামধাক্কা খেলেন পেনশন প্রাপকরা (Pensioner)। এক কথায় কপাল পুড়ল ৫ লক্ষ পেনশন প্রাপকের। কারণ আগামী ১ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে পেনশন অফিস। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আপনিও কি একজন পেনশনার? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

১ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে পেনশন অফিস

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের পেনশনভোগীরা আগামী দিনে একটি বড় সমস্যার সম্মুখীন হতে পারেন। সমস্যার কারণ হল, ১লা এপ্রিল জেলা পেনশন অফিস বন্ধ হয়ে যাবে, যা পেনশনভোগীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। এর ফলে এই পেনশনভোগীদের কাজের জন্য রাজধানী ভোপালে ভ্রমণ করতে হবে।

আরও পড়ুনঃ গ্র্যাচুইটি নিয়ে সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর

শোনা যাচ্ছে, নতুন ব্যবস্থা বাস্তবায়নের জন্য অর্থ বিভাগ প্রস্তুতি শুরু করেছে।রাজ্য অর্থ বিভাগ ইতিমধ্যেই এই নতুন ব্যবস্থা বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে। রিপোর্ট অনুসারে, এর প্রাথমিক লক্ষ্য হল পেনশন বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং দ্রুত করা। সরকার বিশ্বাস করে যে এটি কেবল কাজের গতি বাড়াবে না বরং অপ্রয়োজনীয় কাগজপত্রও কমাবে।

আরও পড়ুনঃ ফের তৈরি পশ্চিমী ঝঞ্ঝা, দক্ষিণবঙ্গের ৬ জেলায় শীতের প্রকোপ, আজকের আবহাওয়া

প্রতিবাদ শুরু পেনশন প্রাপকদের

এই সিদ্ধান্তের পর, রাজ্য জুড়ে পেনশনভোগীদের ছোটখাটো সমস্যা সমাধানের জন্যও রাজধানী ভোপালে যেতে হবে। এর ফলে রাজ্য জুড়ে লক্ষ লক্ষ পেনশনভোগীদের অসুবিধা হতে পারে। বেশিরভাগ পেনশনভোগী বয়স্ক, এবং তাদের ভোপালে পৌঁছাতে উল্লেখযোগ্য অসুবিধার সম্মুখীন হতে হতে পারে। পেনশন সমস্যা সমাধান সমিতি কমিটি এই পদক্ষেপ অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে, কারণ ছোটখাটো সমস্যার জন্যও তাদের ভোপাল ভ্রমণ করতে হবে, যা কেবল আর্থিক কষ্টই নয়, শারীরিক চাপও তৈরি করবে।

Leave a Comment