বিক্রম ব্যানার্জী, কলকাতা: কষ্টের টাকা নির্ঝঞ্ঝাটে বিনিয়োগের ক্ষেত্রে প্রথমেই যে নামটা মাথায় আসে তা হল বিশ্বের সবচেয়ে বড় ব্যাঙ্ক SBI (State Bank Of India)। দেশজুড়ে শতাধিক বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাঙ্কের প্রলোভন সত্ত্বেও এই সরকারি ব্যাঙ্কটিতে ভরসা রেখেছেন গ্রাহকরা। গ্রাহকদের সুবিধার প্রশ্নে কখনই আপোস করে না স্টেস্ট ব্যাঙ্ক। দেশের সর্ববৃহৎ পাবলিক সেক্টর ব্যাঙ্কটিতে এমন এক সঞ্চয় প্রকল্প রয়েছে যেখানে মাসে অল্প পরিমাণ অর্থ জমিয়ে মেয়াদ শেষে লাখ টাকা ঘরে তুলতে পারবেন। সবচেয়ে বড় কথা, SBI এর এই প্রকল্পে নিজের সাথে সাথে পরিবারের ভবিষ্যতও আর্থিক দিক থেকে সুরক্ষিত করতে পারবেন গ্রাহক।
SBI এর দুর্ধর্ষ প্রকল্প
ভারতের সবচেয়ে বড় ব্যাঙ্ক SBI এর অধীনে একাধিক গ্রাহক বাঁচানো প্রকল্প রয়েছে। সেইসব প্রকল্পের মধ্যে বিনিয়োগকারীদের পছন্দের প্রকল্প RD স্কিম বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ‘হর ঘর লাখপতি’ প্রকল্প। প্রথমেই বলে রাখি, SBI এর এই প্রকল্পের অধীনে সাধারণ গ্রাহক থেকে প্রবীণ নাগরিক সর্বোচ্চ 7.05 শতাংশ সুদ পাওয়া যায়।
আরও পড়ুনঃ ফের তৈরি পশ্চিমী ঝঞ্ঝা, দক্ষিণবঙ্গের ৬ জেলায় শীতের প্রকোপ, আজকের আবহাওয়া
সবচেয়ে মজার বিষয়, এই প্রকল্পে প্রতি মাসে অল্প অল্প করে অর্থ জমিয়ে মেয়াদ শেষে মোটা টাকার মালিক হতে পারেন গ্রাহক। সে ক্ষেত্রে বলি, এই প্রকল্পে প্রতি মাসে কেউ যদি 610 টাকা করে জমান তবে 10 বছরের মধ্যে লাখপতি হয়ে যাবেন তিনি। জানিয়ে রাখা ভাল, এই প্রকল্পের মেয়াদ 3 বছর থেকে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত হয়ে থাকে।
মাসে 610 টাকা করে জমিয়েই লাখপতি
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাসিক সঞ্চয় প্রকল্প বা RD অথবা হর ঘর লাখপতি প্রকল্পটি তাদের জন্য সবচেয়ে সেরা যারা অল্প অর্থ জমিয়ে মেয়াদ শেষে মোটা টাকা আয় করতে চান। বলে রাখি, এই স্কিমের অধীনে যদি কেউ প্রতি মাসে 610 টাকা করে আগামী 10 বছরের জন্য বিনিয়োগ করেন তবে মেয়াদ শেষে তাঁর হাতে আসবে 1 লাখ টাকা।
অবশ্যই পড়ুন: ১ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে পেনশন অফিস, সমস্যায় ৫ লক্ষ পেনশনভোগী
কারা এই প্রকল্পে বিনিয়োগ করার জন্য যোগ্য?
ভারতীয় স্টেট ব্যাঙ্কের হর ঘর লাখপতি প্রকল্পে টাকা রাখতে হলে একজন ব্যক্তিকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। দ্বিতীয়ত, তাঁর বয়স অবশ্যই 18 বছর হতে হবে। তবে যদি কারও বয়স 10 বছরের কম বা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে সেই শিশুর বাবা-মা সন্তানের নামে অ্যাকাউন্ট খুলে টাকা সঞ্চয় করতে পারবেন। সন্তানের বয়স যদি 10 বছরের বেশি হয় সে ক্ষেত্রে বাবা-মা জয়েন্ট অ্যাকাউন্ট খুলে এই প্রকল্পে টাকা রাখতে পারেন।