বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বাংলাদেশ ক্রিকেট দল জানেনা তারা কোথায় খেলবে। আদৌ ওপার বাংলার ক্রিকেটাররা ভারতে এসে বিশ্বকাপের ম্যাচগুলি খেলতে পারবে কিনা তা নিশ্চিত নয় (Bangladesh Cricket Controversy)। কেননা, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে চিঠি দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব পরিস্কার ভাবে জানিয়ে দিয়েছে, আর যাই হোক ভারতে দল পাঠাবে না তারা। আর ঠিক সেই আবহে, এবার ওপার বাংলার প্রাক্তন ক্রিকেটার তামিম ইকবালকে ভারতের দালাল তকমা দেওয়া বাংলাদেশ বোর্ড ডিরেক্টর নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করলেন পদ্মা পাড়ের ক্রিকেটাররাই! শুধু তাই নয়, প্লেয়ারদের সাফ বক্তব্য, নাজমুল পদত্যাগ না করলে তিন সংস্করণের কোনওটিতেই খেলবেন না তারা।
নাজমুলকে নিয়ে ধৈর্যের বাঁধ ভেঙেছে বাংলাদেশের ক্রিকেটারদের
এর আগে, বিশ্বকাপে খেলতে না আসা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে নতুন বিতর্ক বাঁধিয়েছে তা নিয়ে একজন সচেতন নাগরিক হিসেবে পরামর্শ দিয়েছিলেন ওপার বাংলার প্রাক্তন ক্রিকেটার তামিম। আর সেটাই যেন গাত্রদাহ হয়েছে ওপারের নাজমুলের। তামিম ইকবাল সুপরামর্শ দেওয়ায় তাকে ভারতের দালাল তকমা পেতে হয়েছিল। সেবার প্রতিবাদ জানালেও ফুঁসে ওঠেননি ওপার বাংলার ক্রিকেটাররা। বুধবার ফের বেফাঁস হতেই ইসলামের পদত্যাগ দাবি করছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
গতকাল অর্থাৎ বুধবার, বাংলাদেশের বোর্ড ডিরেক্টর নাজমুল বলে বসেন, একবার টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে খুব একটা ক্ষতি হয়ে যাবে না। কোটি কোটি টাকা খরচা করে ক্রিকেটারদের বিশ্বকাপ খেলতে পাঠানোর পর যদি তারা কিছুই না করতে পারে তাহলে আর কী লাভ? ক্রিকেটারদের থেকে টাকা ফেরত চাওয়া যাবে? বোর্ড ডিরেক্টরের কাছ থেকে এমন বক্তব্য শোনার পরই ধৈর্যের বাঁধ ভেঙে যায় বাংলাদেশের ক্রিকেটারদের।
বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার সংস্থার প্রেসিডেন্ট মহম্মদ মিঠুন এমন বক্তব্য শোনার পর খুব স্পষ্ট করে বলেন, “নাজমুল ইসলাম যদি পদত্যাগ না করেন, তাহলে ক্রিকেটাররা কোনও সংস্করণেই আর খেলবেন না! না টেস্ট, না ওয়ানডে, না টি টোয়েন্টি, এমনকি বিপিএলও বয়কট করবেন তারা!” বলাই বাহুল্য, আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগে পরপর দুটি ম্যাচ রয়েছে। প্লেয়ারদের এমন অবস্থানের পর সেই ম্যাচ আদৌ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছে!
অবশ্যই পড়ুন: মুখ্যমন্ত্রীর উদ্যোগেই নতুন ইনভেস্টর পাচ্ছে মহামেডান, ISL এ নামতে কোমর বাঁধবে সাদা কালোরাও
প্রসঙ্গত, নাজমুলের এমন বক্তব্যের পরই অবশ্য বিবৃতি জারি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওই বিবৃতিতে পদ্মা পাড়ের বোর্ড জানায়, “আমাদের ডিরেক্টর যা বলেছেন, তা অত্যন্ত দুঃখজনক এবং অসম্মানের। বাংলাদেশ বোর্ড যে ধরনের মনোভাব নিয়ে কাজ করে এটা তার পরিপন্থী। ডিরেক্টার বিতর্কিত মন্তব্য করে থাকলে সেটার দায় বোর্ডের!”