বিক্রম ব্যানার্জী, কলকাতা: I PAC কর্ণধার প্রতীক জৈনের কলকাতার বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ED র সেই তল্লাশি অভিযান চলাকালীন হঠাৎ উপস্থিত হন রাজ্য পুলিশের ডিজিপি রাজীব কুমার (ED On Rajeev Kumar)। এবার সে কারণেই সুপ্রিম কোর্টে রাজীব কুমারের সাসপেনশন চেয়ে আবেদন রাখল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শীর্ষ আদালতে ইডি জানিয়েছে, তল্লাশির সময় জিডিপি রাজীব কুমার সহ রাজ্য পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক নিয়ম মেনে তাদের সহযোগিতা করেননি। তাই যত দ্রুত সম্ভব রাজিব কুমারকে সাসপেন্ড করা হোক।
রাজ্য পুলিশের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ ED র
I PAC তল্লাশীর মাঝে হঠাৎ রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে উপস্থিত হওয়ায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে তো কোনও উপকার হয়ইনি, বরং তল্লাশি অভিযান ক্ষতিগ্রস্ত হয়েছে কেন্দ্রীয় সংস্থার! ED র অভিযোগ, তদন্ত চলাকালীন রাজ্য পুলিশের একাধিক শীর্ষ আধিকারিক অসদাচরণ করেছেন। এখানেই শেষ নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে কোনও রকম সহযোগিতা করেননি তাঁরা। পশ্চিমবঙ্গ পুলিশের আচরণের কারণে তদন্তের কার্যকারিতা এবং স্বচ্ছতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ED।
#Breaking: ED files fresh petition in Supreme Court seeking suspension & initiation of departmental enquiry against #WestBengal DGP Rajeev Kumar, Kolkata Police Commissioner Manoj Verma & Deputy Commissioner of Kolkata Police (South) Priyabrata Roy in connection with raids at…
— Pooja Mehta (@pooja_news) January 15, 2026
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি খুব পরিষ্কার ভাবে জানিয়েছে, রাজ্য পুলিশের ডিজিপি রাজিব কুমার এখনই শুধু তদন্তে বাধা দিয়েছেন এমন নয়, এর আগেও নাকি তাঁর বিরুদ্ধে এমন অসদাচরণের অভিযোগ রয়েছে। আর সেইসব অভিযোগ তুলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির দাবি, রাজ্য পুলিশের ডিজিপি সহ বাংলার পুলিশের বেশ কয়েকজন সিনিয়র অফিসারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। আর এই দাবিতেই সুপ্রিম কোর্টের কাছে আবেদন রেখেছে তারা। বঙ্গ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক এবং পার্সোনাল অ্যান্ড ট্রেনিং বিভাগ যাত দ্রুত তদন্ত শুরু করে সেই নির্দেশ দেওয়ার জন্যই সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছে ED।
অবশ্যই পড়ুন: এবার ক্রিকেটই বয়কট করছে মুস্তাফিজুরর! BCB ডিরেক্টরকে নিয়ে তুলকালাম বাংলাদেশ
প্রসঙ্গত, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির তরফে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে জমা পড়েছে দুটি পিটিশন। এর মধ্যে দ্বিতীয় পিটিশনটি দায়ের করেছেন ED র তিন আধিকার, বিক্রম অহলওয়াত, প্রশান্ত চান্ডিলা এবং নিশান্ত কুমার। বলে রাখি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে সুপ্রিম কোর্টে দাখিল হওয়া দুই মামলাতেই যুক্ত রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নগরপাল মনোজ বর্মা, রাজ্য পুলিশের ডিজি রাজিব কুমার সহ কলকাতা পুলিশের ডিসি দক্ষিণ এবং সিবিআই। উল্লেখ্য, আজই I PAC তল্লাশি মামলার শুনানি।