AIIMS থেকে ছুটি পেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তবে এখনই ফিরছেন না কলকাতায়

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে ছুটি! শারীরিক অবস্থার উন্নতির পর অবশেষে দিল্লির হাসপাতাল থেকে ছাড়া পেলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। দীর্ঘদিন ধরে চিকিৎসকদের অধীনে থাকার পর মঙ্গলবার রাতে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে বাড়ি যাওয়ার অনুমতি দিয়েছেন। তবে কলকাতা নয়, আপাতত দিল্লির বাসভবনেই বিশ্রামে থাকবেন সাংসদ।

কী হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের?

অগ্ন্যাশয়ে সমস্যা নিয়ে কলকাতার এক হাসপাতালে ভর্তি করানো হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। সেখানে কিছু দিন তাঁর চিকিৎসা চলার পর অবস্থা ধীরে ধীরে অবনতি হতেই সঙ্গে সঙ্গে পরিবারের সদস্য ও বিজেপি নেতৃত্ব একযোগে সাংসদকে দিল্লির এইমসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তড়িঘড়ি দিল্লির এই হাসপাতালে তাঁর চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। এবং সেখানে ভর্তি হওয়ার পর তাঁর শরীর থেকে ‘ফ্লুইড’ বার করা হয় বলে জানা গিয়েছে।

দেখা করতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী

কয়েকদিন আগেই দিল্লির এইমস হাসপাতাল সূত্রে জানা গিয়েছিল যে, ধীরে ধীরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এক সপ্তাহ আগেই নাকি তাঁকে ICU থেকে বার করে জেনারেল বেডে দেওয়া হয়েছে। গত শনিবার দিল্লিতে গিয়ে সাংসদের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময় তিনি জানিয়েছিলেন যে, অভিজিৎবাবুর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। এমনকি তাঁর ছবি এক্স হ্যান্ডেলেও পোস্ট করেছিলেন।

কলকাতার বাড়িতে ফিরছেন না অভিজিৎ

অবশেষে সমস্ত শারীরিক বিপদ কাটিয়ে দিল্লির এইমস হাসপাতাল থেকে ছুটি পেলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত ৮টা নাগাদ হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। কিন্তু ছুটি দিলেও তিনি এখনই কলকাতায় ফিরছেন না। আপাতত দিল্লির বাসভবনে কিছুদিন থাকবেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: মাত্র ১৫ টাকায় ভরপেট খাবার দিচ্ছে রেল, IRCTC-র উদ্যোগে খুশি যাত্রীরা

দল সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই অভিজিৎ-এর বাসভবনে দলের সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং মন্ত্রী কিরেন রিজিজু নিয়মিত খবর নিচ্ছেন। এমনকি হাসপাতালে থাকাকালীনও নিয়মিত যোগাযোগ রেখেছিলেন তাঁরা। এছাড়াও লোকসভার স্পিকার ওম বিড়লার দফতর থেকেও প্রতিদিন এইমসের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। পাশাপাশি, লোকসভার সচিবালয়ও হাসপাতালের সঙ্গে সরাসরি সংযোগে রয়েছে।

Leave a Comment