পাকিস্তান, বাংলাদেশ সহ ৭৫ দেশের ভিসা বন্ধ করল আমেরিকা

America Immigrants Visa Halt for 75 countries including Pakistan Bangladesh

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিককালে অভিভাসী নীতি নিয়ে কড়াকড়ি হয়েছে আমেরিকায়। ডোনাল্ড ট্রাম্পের কঠিন নিয়ম নীতির কারণে ভিন দেশের নাগরিকদের পক্ষে আমেরিকায় ঢোকা কঠিন হয়ে পড়েছে। এরই মাঝে এবার বড় সিদ্ধান্ত জানালো, ট্রাম্পের দেশ। ইতিমধ্যেই 75টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে আমেরিকার প্রশাসন (America Immigrants Visa Halt)। এ নিয়ে বুধবারই, ঘোষণা দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। সবচেয়ে বড় কথা, আমেরিকার অভিবাসী ভিসায় নিষেধাজ্ঞা পাওয়া দেশগুলির তালিকায় নাম রয়েছে পাকিস্তান এবং বাংলাদেশের।

তালিকায় আছে ভারত?

আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের তরফে 75টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রক্রিয়া বন্ধ করার যে ঘোষণা এসেছে সেই তালিকায় নাম নেই ভারতের। হ্যাঁ, ভারতীয়দের জন্য আগের মতোই অভিবাসী ভিসা প্রক্রিয়া বহাল রাখছে ডোনাল্ড ট্রাম্পের সরকার। কয়েকটি সূত্র বলছে, আগামী দিনে ভারতীয়রা যাতে আমেরিকার অভিভাসী ভিসা সহজে পেতে পারেন সেই দিকেও বিশেষ নজর দিতে পারে মার্কিন প্রশাসন।

কেন এই কঠিন সিদ্ধান্ত নিল আমেরিকা?

অভিবাসীদের নিয়ে কড়া সিদ্ধান্ত জানানোর বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যে সমস্ত দেশ থেকে নাগরিকরা আমেরিকায় সরকারি সুযোগ-সুবিধা নিতে আসতে পারে, সেই সব দেশকেই নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের মতে, আমেরিকায় নিজেদের জীবনযাপনের জন্য যারা সরকারি সাহায্যের উপর ভরসা করে থাকবেন, এমন ব্যক্তিদের আমেরিকায় প্রবেশ করার অধিকার নেই। তাদের আটকাতেই অভিবাসী ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প এও মনে করেন, আমেরিকায় থেকে মার্কিন ডলার রোজগার সহ আমেরিকার সমস্ত সুযোগ-সুবিধা নিচ্ছেন অন্য দেশের নাগরিকরা। এই প্রক্রিয়া বন্ধ করা প্রয়োজন।

 

অবশ্যই পড়ুন: এই ৪ কারণে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের সামনে মুখ থুবড়ে পড়ল ভারত

কতদিন বন্ধ থাকবে 75 দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া?

আমেরিকার স্টেট সেক্রেটারি মার্কো রুবিও জানিয়েছেন, ইতিমধ্যেই বিবৃতি দিয়ে সমস্ত কনস্যুলার অফিসারদের পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, আলজেরিয়া, আর্মেনিয়া, ভুটান, ব্রাজিল, কম্বোডিয়া, মিশর, ইরান, ইরাক সহ মোট 75টি দেশের নাগরিকদের ভিসা দেওয়ার প্রক্রিয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 21 জানুয়ারি থেকে এই নির্দেশ কার্যকর হবে। তবে মার্কিন প্রশাসন এও জানিয়েছে, যে সমস্ত দেশের নাগরিকরা নন ইমিগ্রান্ট ভিসা, টুরিস্ট ভিসা, বিজনেস ভিসা নিয়ে আমেরিকায় যেতে চাইবেন তারা তা করতেই পারেন। বলে রাখি, 75টি দেশের নাগরিকদের যে অভিবাসী ভিসা প্রক্রিয়া বন্ধ করা হলো তা কতদিন বন্ধ থাকবে সে বিষয়ে কিছুই জানানো হয়নি।

Leave a Comment