বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ফুটবলের ভাগ্যের রঙ বদলাতে জাতীয় দলের (India Women’s National Football Team) কোচ করা হলো কোস্টারিকার বিশ্বকাপার আমেলিয়া বালবার্দেকে। হ্যাঁ, ভারতীয় মহিলা ফুটবল দলের প্রধান শিক্ষিকার আসনে বসলেন আমেলিয়া। সুনীল ছেত্রীরা যা পারলেন না সেই কাজ করে দেখাবেন সঙ্গীতা বাস্ফোররা। এশিয়ান কাপে নামবে ভারতের মহিলা দল। আগামী মার্চেই অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হচ্ছে এই বিশেষ টুর্নামেন্ট। আর তার আগেই নতুন কোচ পেলেন স্বদেশী মহিলা ফুটবলারেরা।
তুরস্কে ভারতীয় শিবিরে যোগ দিচ্ছেন আমেলিয়া
চলতি মাসের প্রস্তুতি শিবির করতে তুরুস্কে গিয়েছেন ভারতের মহিলা ফুটবলাররা। সেখানেই জাতীয় শিবিরে যোগ দেবেন কোস্টারিকার 39 বছর বয়সী কোচ আমেলিয়া। বলাই বাহুল্য, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবের হস্তক্ষেপের পর আন্তর্জাতিক পানীয় ব্র্যান্ড কোকাকোলার স্পনসর পেয়েছে ভারতীয় মহিলা ফুটবল দল। তিন বছরের জন্য লগ্নীকারি সংস্থা পাওয়ার পরেই কোস্টারিকার তারকাকে কোচ হিসেবে নিয়োগ করলো AIFF।
কেন মহিলা দলে কোচ বদল?
ভারতীয় মহিলা ফুটবল দলকে এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের জন্য ঠেলে দিয়েছিলেন যিনি তিনি হলেন নারী ফুটবল দলের আগের কোচ ক্রিসপিন ছেত্রী। এই মুহূর্তে ভারতীয় মহিলা দলকে অনুশীলন করাচ্ছেন তিনি। তবে তাঁর উপস্থিতি সত্ত্বেও টুর্নামেন্টের প্রাক্কালে হঠাৎ কেন নতুন কোচ হিসেবে নিয়োগ করানো হলো আমেলিয়াকে? সেই উত্তর দিয়েছেন ফেডারেশনের এক কর্তা। ওই AIFF কর্তার কথায়, “ক্রিসপিন এই মুহূর্তে ভারতীয় শিবিরে রয়েছেন ঠিকই, তবে তার কাছে প্রো লাইসেন্স নেই। মূলত সে কারণেই এশিয়ান কাপের বেঞ্চে বসতে সমস্যা হয়েছে। তাই তাঁকে সহকারী কোচের দায়িত্ব দিয়ে বিশ্বকাপার কোচ আমেলিয়াকে দ্রুত নিয়োগ করা হলো।”
অবশ্যই পড়ুন: এই ৪ কারণে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের সামনে মুখ থুবড়ে পড়ল ভারত
উল্লেখ্য, 28 বছর বয়সে কোস্টারিকার জাতীয় মহিলা ফুটবল দলের কোচ হয়েছিলেন আমেলিয়া। 2015 সালে কোস্টারিকা দল নিয়ে প্রথমবার বিশ্বকাপে খেলেছিলেন আমেলিয়া। এরপর 2017 তে স্বর্ণপদক এবং 2018 সালে এশিয়ান গেমসে রুপোর মেডেল জিতেছিলেন তিনি। 2023 সালে দ্বিতীয়বারের জন্য ফের বিশ্বকাপে জায়গা করেন আমেলিয়া।