প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েকদিনে টলিপাড়ায় খবর রটেছিল, ভাঙন ধরেছে টলিপাড়ার আলোচিত জুটি যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের (Nusrat Jahan) সম্পর্কে। তাঁরা নাকি আলাদা থাকছেন। যদিও পরে জানা যায় সেটি নাকি গুজব ছিল। কিন্তু এই গুজবের মাঝেই ফের আরও একবার খবরের শিরোনামে উঠে এল যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের নাম। আইনি জটিলতায় ফাঁসলেন তাঁরা। অভিযোগের কেন্দ্রে রয়েছে একটি পুরনো প্রযোজনা সংস্থা।
হাইকোর্ট থেকে পাঠানো হয়েছে সমন
রিপোর্ট অনুযায়ী, দিল্লি হাই কোর্ট থেকে একটি পুরনো প্রযোজনা সংক্রান্ত আর্থিক লেনদেন নিয়ে যশ ও নুসরতের বিরুদ্ধে সমন পাঠানো হয়েছে। জানা গিয়েছে, সহপ্রযোজক সংস্থা জেনিথ মিডিয়া টাকা বকেয়া রাখার অভিযোগ এনেছেন। সংস্থার তরফে জানানো হয়েছে, বারবার বৈঠক, আলোচনা এবং ই-মেল মারফত যোগাযোগ করা হলেও প্রাপ্য অর্থ মেটানোর বিষয়ে কোনও কার্যকর পদক্ষেপ নেননি এই তারকা জুটি। এমনকি সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল কিন্তু নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও তাঁদের পক্ষ থেকে কোনও সদুত্তর মেলেনি। তাই শেষ পর্যন্ত আইনি পথেই হাঁটতে বাধ্য হল এই সংস্থা।
আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গে শীত বিদায়ের দিনক্ষণ জানাল আবহাওয়া দফতর
কীসের ভিত্তিতে এই সমন?
জানা গিয়েছে, ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটির প্রথম নাম ছিল ‘মেন্টাল’, পরে সেটি বদলে গিয়ে হয়েছে ‘সেন্টিমেন্টাল’। প্রথম দিকে বাবা যাদব পরিচালিত ছবিটি বক্স অফিসে আশানুরূপ সাফল্য পায়নি। ২০২৫ এ ‘আড়ি’ নামে আরও একটি ছবি প্রযোজনা করেন যশ ও নুসরত কিন্তু সেটিও ব্যবসার দিক থেকে তেমন দাগ কাটতে পারেনি। এর ফলে আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে তা রক্ষা করা হয়নি। শেষে বাধ্য হয়ে সংস্থার অভিযোগের ভিত্তিতে আদালতের তরফে সমন পাঠানো হয়েছে। এদিকে এই ঘটনায় যশ এবং নুসরতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: আমাদের অফিসারদের মোবাইল নিয়ে যান মুখ্যমন্ত্রী! সুপ্রিম কোর্টে অভিযোগ ইডির
প্রসঙ্গত, টলিউড অন্দরে বেশ চর্চিত জুটি হল নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত! কারণ তাঁদের দাম্পত্য শুরু হওয়ার পথটা একেবারেই সহজ ছিল না। একটা সময়ে, নিজেদের বিয়ের খবর ও কার্যত সমাজের কাছে গোপন রাখতে হয়েছিল। নুসরত পুত্র সন্তান জন্ম দিলেও প্রথমদিকে গোপন রাখতে হয়েছিল তাঁর পিতৃপরিচয়। পরে যদিও অনেকটা পথ পেরিয়ে গিয়েছে। কিন্তু এখন ছবির আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে বেশ চাপের মুখে পড়তে হয়েছে এই জুটিকে। এখন দেখার পালা এই বিতর্ক শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়।