প্রাক্তন স্ত্রী হাসিন জাহানকে মাসে দিতে হবে ৪ লাখ টাকা! শামিকে নির্দেশ হাইকোর্টের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের খোরপোশ মামলায় এবার কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি (Mohammed Shami)। জানা যাচ্ছে, কলকাতা হাইকোর্টের বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় নাকি, প্রাক্তন স্ত্রী ও মেয়ের খোরপোশ বাবদ ভারতীয় পেসারকে মাসে 4 লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

সেই সাথে, যাতে গোটা মামলায় আবেদনের দ্রুত নিষ্পত্তি করা যায় সেই বিষয়টিও উচ্চকণ্ঠে তুলে ধরেন বিচারপতি। কাজেই বলা যায়, প্রাক্তন স্ত্রীয়ের খোরপোশ মামলায় এবার বড়সড় আর্থিক দন্ডীর মুখে টিম ইন্ডিয়ার তারকা পেসার।

10 লক্ষ টাকার মাসিক খোরপোশ দাবি করেছিলেন হাসিন

জানিয়ে রাখি, এর আগে অর্থাৎ 2018 সালে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা সহ একাধিক গুরুতর অভিযোগ এনে আদালতে মামলা করেন তাঁর প্রাক্তন স্ত্রী হাসিন। শুধু তাই নয়, মামলার পাশাপাশি মাসে 10 লক্ষ টাকা অর্থাৎ নিজের খরচের জন্য 7 লক্ষ টাকা এবং মেয়ের যাবতীয় খরচ বাবদ 3 লক্ষ টাকা দাবি করেছিলেন ভারতীয় ক্রিকেটারের প্রাক্তন স্ত্রী।

এমন দাবির পরিপ্রেক্ষিতে 2023 সালে আলিপুর আদালতের বিচারপতি অনিন্দিতা গঙ্গোপাধ্যায় হাসিন জাহানের খরচ বাবদ মাসে 50 হাজার টাকা এবং মেয়ের যাবতীয় খরচের জন্য মাসে 80 হাজার টাকা খোরপোশ দেওয়ার নির্দেশ দেন শামিকে।

জানা যায়, আলিপুর আদালতের এমন রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ভারতের তারকা পেসার শামির প্রাক্তন স্ত্রী হাসিন। আর এর পরই, বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের নির্দেশে শামিকে প্রতিমাসে তাঁর মেয়ে ও স্ত্রীয়ের খরচ বাবদ 4 লক্ষ টাকা দিতে হবে।

অবশ্যই পড়ুন: ‘১ জানুয়ারি থেকে লাগু করতে হবে সপ্তম পে কমিশন!’ পশ্চিমবঙ্গ সরকারকে আল্টিমেটাম

বিচারপতির বক্তব্য

এদিন মহম্মদ শামির প্রাক্তন স্ত্রী হাসিনের খোরপোশ মামলার রায় দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অজয় কুমার জানান, যিনি আবেদন করেছেন অর্থাৎ শামির প্রাক্তন স্ত্রী এখনও কোনও বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। বর্তমানে তিনি মেয়েকে নিজের কাছে রেখে মানুষ করছেন।

আর সেই কারণেই দুজনের যাতে আগামীতে কোনও আর্থিক সমস্যা না হয় সেজন্য প্রাক্তন স্ত্রীকে খরচ বাবদ প্রতিমাসে দেড় লক্ষ টাকা ও শিশু কন্যাকে প্রতি মাসে আড়াই লক্ষ টাকা পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় শামিকে। সেই সাথে দ্রুত মূল আবেদনের নিষ্পত্তির জন্য নিম্ন আদালতকে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

Leave a Comment