ঝাড়খণ্ডে খুন বাঙালি পরিযায়ী শ্রমিক, প্রতিবাদে রেল-সড়ক অবরোধ মুর্শিদাবাদের বেলডাঙায়

Chaos At Beldanga

প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন, তাই রাজ্য জুড়ে শাসকদল থেকে শুরু করে বিরোধী দলগুলি সকলেই ভোট প্রচারে মেতে উঠেছে। এমতাবস্থায় খবরের শিরোনামে ফের উঠে এল ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের খুনের অভিযোগ। জানা গিয়েছে, ঝাড়খণ্ডের বিশ্রামপুরে এক পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় (Chaos At Beldanga) ।

ঠিক কী হয়েছিল?

রিপোর্ট অনুযায়ী, বছর ৩০ এর আলাউদ্দিন শেখ ওরফে আলাই শেখ নামে এক মুর্শিদাবাদের ফেরিওয়ালা ঝাড়খণ্ডে কাজের জন্য গিয়েছিলেন। তাঁর বাড়ি বেলডাঙার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ঝাড়খণ্ডে তাঁর ভাড়া নেওয়া ঘর থেকেই উদ্ধার হয় তাঁর মৃতদেহ। এদিকে মৃত্যুর খবর পরিবারকে জানাতেই ভেঙে পড়েন সকলে। তাঁদের অভিযোগ, বাঙালি হওয়ার কারণেই ভিন রাজ্যে গিয়ে তিনি মারধর, হেনস্থার শিকার হন। দুষ্কৃতীরাই তাঁকে মারধরের পরে শ্বাসরোধ করে খুন করে। পরে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য দেহ ঝুলিয়ে দেওয়া হয়। আর তাই এই ঘটনার প্রতিবাদে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয়রা।

আরও পড়ুনঃ নিপা ভাইরাসকে রুখতে মানতেই হবে এই নিয়ম, কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকারের

প্রতিবাদে সড়ক এবং রেল বিক্ষোভ স্থানীয়দের

ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদে। প্রতিবাদে আজ, শুক্রবার সকাল থেকেই বিক্ষোভে ফেটে পড়েছেন বেলডাঙার স্থানীয় বাসিন্দাদের একাংশ। এ দিন তাঁরা মরদেহ নিয়ে ডালখোলা-বকখালি ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। এর ফলে জাতীয় সড়কে তীব্র যানজট হয়। কলকাতা থেকে উত্তরবঙ্গগামী বহু গাড়ি আটকে পড়ে। তবে শুধু সড়ক অবরোধ নয়, এর পাশাপাশি বেলডাঙা রেলস্টেশনেও অবরোধ করেন বিক্ষোভকারীদের একাংশ। ফলে লালগোলা-শিয়ালদহ শাখায় রেল চলাচল ব্যাহত হয়েছে।

আরও পড়ুন: বিশ্বমঞ্চে উঁচু হল ভারতীয় ফুটবলের মাথা, পেরুর বড় ক্লাবে যোগ দিলেন মনীষা কল্যাণ

বিক্ষোভকারীদের অভিযোগ, BJP শাসিত রাজ্যে বার বার আক্রান্ত হচ্ছেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী এসে তাঁদের সঙ্গে দেখা না করা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবেন তাঁরা। আর এই প্রতিবাদ মিছিল নিয়ে ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “ ফারাক্কা থেকে চাকুলিয়া, গত পরশু থেকে আগুনের মত ছড়াচ্ছে হিংসা, অরাজকতা। প্রায় ৩ ঘণ্টা ধরে বেলডাঙার জাতীয় সড়ক অবরোধ করে রেখেছে সমাজবিরোধীরা। গোটা এলাকা গুন্ডা, মস্তানদের নিয়ন্ত্রণে চলে গেছে। খাবার ও জল ছাড়া ট্রেনেই আটকে রয়েছেন হাজার হাজার ট্রেনযাত্রী। পশ্চিমবঙ্গ যে প্রশাসনের হাতের বাইরে বেরিয়ে গেছে, তা এই ঘটনা থেকেই পরিষ্কার।”

1 thought on “ঝাড়খণ্ডে খুন বাঙালি পরিযায়ী শ্রমিক, প্রতিবাদে রেল-সড়ক অবরোধ মুর্শিদাবাদের বেলডাঙায়”

  1. ঝাড়খন্ডে বিজেপি সরকার নেই ওখানে হেমন্ত সারেনের সরকার

    Reply

Leave a Comment