নিজের প্রাক্তন স্বামীকে ‘বেকার’ তকমা দিলেন বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম, তারপর যা হল…

Mary Kom Made controversial statement on her ex husband

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিজের প্রাক্তন স্বামীকে একেবারে সরাসরি বেকার বলে দাগিয়ে দিয়েছেন অলিম্পিক পদকজয়ী মেরি কম (Mary Kom)। যদিও তাঁর এমন আচরণ একেবারেই ভাল চোখে দেখছে না ভারতীয় ক্রীড়া মহল! ইতিমধ্যেই মেরি কমের এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি। ভিডিওতে, বিশ্ব চ্যাম্পিয়নকে মুখের কথায় একেবারে এক হাত নিয়েছেন তিনি। যদিও পরবর্তীতে সেই ভিডিও ডিলিট করে দিয়েছেন মনোজ। তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিডিও ডিলিট করলেও নেট দুনিয়ায় থেমে নেই মেরি কমের সমালোচনা।

নিজের প্রাক্তন স্বামীকে নিয়ে কী বলেছিলেন অলিম্পিক পদকজয়ী?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের প্রাক্তন স্বামীকে নিয়ে একেবারে অকপট হয়েছিলেন মেরি কম। তাঁর বক্তব্য ছিল, “ও আসলে পথে পথে ফুটবল খেলে বেড়াতো। বাস্তব অর্থে ও কিছুই উপার্জন করত না। ওর কোনও অবদান নেই। সারাদিন শুধু ঘুমাতো। আমি যা রোজগার করতাম সবটাই ওর হাতে তুলে দিয়েছি। বিশ্বাস করেছিলাম তাই। কিন্তু পরে দেখলাম আমার গোটা অ্যাকাউন্টই পুরো ফাঁকা করে দিয়েছে।”

বলাই বাহুল্য, পুরনো এক সাক্ষাৎকারে ওনলারকে নিয়ে মেরি বলেছিলেন, তাঁর কেরিয়ার তৈরিতে ওনলারের অবদান অনস্বীকার্য। এবার তিনিই সে কথা অস্বীকার করলেন। যা নিয়ে এবার নেট মহলে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন 6 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। ইতিমধ্যেই ভিডিও পোস্ট করে মেরিকে একপ্রকার তুলধোনা করেছেন মনোজ তিওয়ারিও।

মেরি কমের বক্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন মনোজ

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে মেরিকে নিয়ে কথা বলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। মনোজের বক্তব্য, “মেরি একজন চ্যাম্পিয়ন। কিন্তু নিজের প্রাক্তন স্বামীকে নিয়ে যেভাবে তিনি কথা বলছেন তা দেখে আমি সত্যিই ব্যথিত। ব্যক্তিগতভাবে আমি কিছুই বলতে চাই না এ বিষয়ে। তবে একজন খেলোয়াড় হিসেবে বলতে পারি আশেপাশের মানুষগুলোর কতটা অবদান থাকতে পারে।”

অবশ্যই পড়ুন: বিশ্বমঞ্চে উঁচু হল ভারতীয় ফুটবলের মাথা, পেরুর বড় ক্লাবে যোগ দিলেন মনীষা কল্যাণ

মেরির পুরনো সাক্ষাৎকার উল্লেখ করে মনোযোগ বলেন, “তিনি নিজেই বলেছিলেন তাঁর সাফল্যের পেছনে ওনলার অবদান রয়েছে। আজ বিচ্ছেদের পর জাতীয় স্তরের টিভি শো এ যেভাবে কথা বললেন তা ভাবতেও ভয় লাগছে। তিনি একজন চ্যাম্পিয়ন। এভাবে কথা বলা মেরির কখনই উচিত হয়নি।” তবে ইনস্টাগ্রামে এমন ভিডিও পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তা সমাজ মাধ্যম থেকে ডিলিট করে দেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

Leave a Comment