কালিম্পংকে শীতে টক্কর দক্ষিণবঙ্গের ২ জেলার, সোম থেকে অন্য রূপ দেখাবে আবহাওয়া

South Bengal

প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি সপ্তাহেই শেষ হতে চলেছে শীতের মরশুমের ইনিংস। কারণ রবিবার থেকেই দক্ষিণবঙ্গে (South Bengal) হাওয়া বদল হতে চলেছে। সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যাবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে এক্ষেত্রে ব্যতিক্রম থাকবে পার্বত্য এলাকা। এদিকে আজ দক্ষিণবঙ্গের বীরভূম ও নদিয়া জেলা উত্তরবঙ্গের কালিম্পংকে শীতে টেক্কা দিয়েছে। আজ বীরভূমের পারদ নেমেছে ৭.৬ ডিগ্রিতে। ওদিকে নদিয়া জেলার কল্যাণীতে পারদ নেমেছে ৮.৪ ডিগ্রিতে। উত্তরবঙ্গে কালিম্পংয়ের পারদ ৮.৫ ডিগ্রি।

বঙ্গে শীতের আমেজ শেষের পথে

জানা গিয়েছে একের পর একের এক পশ্চিমী ঝঞ্ঝার কারণেই রাজ্য জুড়ে শীতের দাপট কমতে চলেছে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। এরপর আগামী সোমবার অর্থাৎ ১৯ জানুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। অন্যদিকে লাক্ষাদ্বীপ ও সংলগ্ন উত্তর-পূর্ব আরব সাগর এলাকায় কেরল উপকূলে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। তাই সব মিলিয়ে শীতের এবার বিদায় ঘন্টা বাজতে চলল।

বাড়বে তাপমাত্রা

চলতি শীতের মরশুমে দক্ষিণবঙ্গে, গতকাল রাতে সম্ভবত শেষ বারের জন্য ১২-এর ঘরে নেমেছিল কলকাতার পারদ। আজও কমল তাপমাত্রা। আগামী দুই তিনদিন শীতের আমেজ বজায় থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকার ক্ষেত্রে ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস। তবে সোমবার থেকে সম্পূর্ণ পরিবর্তন হবে আবহাওয়া। রাতে এবং ভোরে হালকা শীতের আমেজ সরস্বতী পুজো পর্যন্ত বহাল থাকলেও কনকনে হাড় কাঁপানো শীত আর ধরা দেবে না পশ্চিমবঙ্গে।

আরও পড়ুনঃ বাংলার লোকাল ট্রেনেও বসছে কবচ! কোন কোন লাইনে? তালিকা দিল রেল

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

যদিও কলকাতায় এখনও পর্যন্ত অবাধ উত্তুরে হাওয়া। মাঘের শুরুতেও জমিয়ে শীত রয়েছে। তবে সেটিও সাময়িক। এদিকে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের নেই আগামী পাঁচ দিন। একই রকম আবহাওয়া থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। এবং অন্যান্য জেলায় তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যেই থাকবে। ঘন কুয়াশার দাপটও বেশ বজায় থাকবে বঙ্গে।

আরও পড়ুন: নিপা ভাইরাসকে রুখতে মানতেই হবে এই নিয়ম, কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকারের

কুয়াশার সতর্কতা জেলায় জেলায়

আবহবিদরা বলছেন, আগামীকাল থেকে বাড়বে কুয়াশার ঘনঘটা। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে থাকবে বিভিন্ন জেলাতে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে থাকবে ঘন কুয়াশা। কলকাতা সহ বাকি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে বেশ কিছু জেলাতে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।

Leave a Comment