বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুরু হয়েছে অনূর্ধ্ব 19 একদিনের বিশ্বকাপ (Under-19 Men’s Cricket World Cup )। সেই আসরের প্রথম ম্যাচেই আমেরিকাকে 6 উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। সহায় হয়েছে DLS পদ্ধতি। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতলেও ভারতীয় সমর্থকদের চিন্তা বাড়িয়েছে জাতীয় যুব দলের ক্রিকেটার অ্যারন জর্জের জোরালো চোট। বলাই বাহুল্য, টিম ইন্ডিয়ার টপ অর্ডার ব্যাটসম্যান জর্জের কুনুইয়ের চোট রয়েছে। মূলত সে কারণেই বিশ্বকাপের প্রথম ম্যাচে যোগ দিতে পারেননি তিনি। তাঁকে এই মুহূর্তে বিশ্রামে রাখা হয়েছে। কিন্তু কবে চোট কাটিয়ে দলে ফিরবেন এই তরুণ ক্রিকেটার? জানিয়ে দিলেন বৈভব সূর্যবংশীদের অধিনায়ক আয়ুষ মাত্রে।
কবে দলে ফিরবেন অ্যারন?
গতকাল প্রথম ম্যাচেই জয় পেয়েছে ভারত। যদিও ভারতের সাফল্যের মাঝে বারবার উঠে আসছে টপ অর্ডার ব্যাটসম্যান অ্যারনের নাম। ভারতীয় ভক্তদের অনেকেই তাঁর শারীরিক অবস্থার কথা জানতে চাইছেন। এবার সে বিষয়ে মুখ খুললেন ভারতীয় যুব দলের অধিনায়ক।
রেভস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের অধিনায়ক আয়ুষ খোলাখুলি জানিয়েছেন, “অ্যারনের টেনিস এলবো ইনজুরি রয়েছে। সে কারণেই আমরা তাকে প্রথম ম্যাচে বিশ্রামে রেখেছি।” আগামী 17 জানুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে খেলবে ভারতীয় যুবক ক্রিকেট দল। ভারতীয় অধিনায়কের কথায়, ” অ্যারনের চোট গুরুতর। ফলে ও পরবর্তী ম্যাচে খেলতে পারবেন কিনা সেটা নিশ্চিত নয়। এ নিয়ে খুব শীঘ্রই নতুন আপডেট দেবে মেডিকেল টিম।” ম্যাচ উইনার অ্যারনের চোট আদতে চিন্তা বাড়িয়েছে ভারতের। সংশ্লিষ্ট মহলের কেউ কেউ বলছেন, চোটের কারণে শেষ পর্যন্ত বাদ পড়তে পারেন তিনি!
এদিন পরবর্তী ম্যাচগুলির জন্য ভারতীয় দলের প্রস্তুতি কেমন তা জানতে চাওয়া হলে অধিনায়ক মাত্রে জানান, “গত ম্যাচে পরিস্থিতি কঠিন ছিল। এই আবহে আমরা খেলতে অভ্যস্ত নই। উইকেট কঠিন ছিল। এক দিক থেকে অতিরিক্ত বাউন্স ছিল, অন্যদিকে বাউন্স কম ছিল। তবে আমরা পরিস্থিতি বুঝে খেলেছি এবং ভাল খেলেছি। আগামী ম্যাচগুলিতেও সর্বস্ব দিয়ে চেষ্টা করব। আমাদের নির্দিষ্ট কোনও ম্যাচ পদ্ধতি নেই। পরিস্থিতি বুঝে সেই মতোই খেলব।”
অবশ্যই পড়ুন: নিজের প্রাক্তন স্বামীকে ‘বেকার’ তকমা দিলেন বিশ্বচ্যাম্পিয়ন মেরি কম, তারপর যা হল…
উল্লেখ্য, বৃহস্পতিবার প্রথমে ব্যাট করতে নেমে 10 উইকেট হারিয়ে 107 রান তুলেছিল আমেরিকা। পরবর্তীতে 108 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খুব একটা ভাল হয়নি ভারতের। আয়ুষ এদিন 19 রান করে আউট হলেও বৈভব সূর্যবংশী ও বেদান্ত ত্রিবেদী দুজনেই দুই রান করে আউট হন। বিহান মালহোত্রা করেছিলেন মাত্র 18 রান। পরবর্তীতে ম্যাচের হাল ধরেন উইকেট কিপার ব্যাটসম্যান অভিজ্ঞান কুন্ডু। এদিন 42 রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। এদিন আসলে DLS পদ্ধতিতে ভারতের কাছে লক্ষ্য ছিল 96। মাত্র 17.2 ওভারে সেই সহজ লক্ষ্য পূরণ করে ফেলে টিম ইন্ডিয়া।