বিধায়কই থাকবেন মুকুল! হাইকোর্টের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Mukul Roy

প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই যেহেতু ২৬ এর বিধানসভা নির্বাচন, তাই জনসংযোগ বাড়াতে ময়দানে নেমে পড়েছে শাসকদল থেকে শুরু করে বিরোধীরা। আর এই নির্বাচনের আবহে এল আরেক বড় খবর। মুকুল রায়ের (Mukul Roy) বিধায়ক পদ খারিজের মামলার শুনানিতে বড় নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। জানা গিয়েছে, এখনই বিধায়ক পদ যাচ্ছে না মুকুল রায়ের, অন্তরবর্তী স্থাপিতাদেশ দেওয়া হল হাইকোর্টের রায়ে।

হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ মুকুল পুত্রের

উল্লেখ্য, মুকুল রায়কে দলবদল বিরোধী আইনের আওতায় এনে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে অযোগ্য ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট। এবং বিধায়ক পদ খারিজ করে দেওয়া হয়েছিল। কিন্তু সেই রায় মানতে চায়নি মুকুলের পুত্র তথা তৃণমূল নেতা শুভ্রাংশু রায়। সঙ্গে সঙ্গে কলকাতা হাই কোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। শুভ্রাংশুর দায়ের করা আবেদনের ভিত্তিতে আজ অর্থাৎ শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে মামলা ওঠে। আর সেখানেই এবার হাইকোর্টের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। অর্থাৎ এখনই পদ যাচ্ছে না মুকুলের।

বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চ জানিয়েছেন, “যেহেতু মুকুল রায় গুরুতর অসুস্থ এবং হাসপাতালে চিকিৎসাধীন। তাই হাসপাতালের খরচ এবং অন‍্যান‍্য ক্ষেত্রে বিধায়ক পদের সুবিধার প্রয়োজনীয়তা থাকতে পারে। তাই সেই কারণে বিধায়ক পদ থেকে মুকুল রায়কে এখনও বঞ্চিতকরে হচ্ছে না। ” অন্যদিকে এই মামলায় বিধানসভার স্পিকার বিমান বন্দ্য়োপাধ্য়ায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সব পক্ষকে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। আগামী ৪ সপ্তাহের মধ‍্যে নোটিসের জবাব দিতে হবে বলে নির্দেশ দেওয়া হবে। জানা গিয়েছে ৬ সপ্তাহ পর এক মামলার পরবর্তী শুনানি হবে।

আরও পড়ুন: কালিম্পংকে শীতে টক্কর দক্ষিণবঙ্গের ২ জেলার, সোম থেকে অন্য রূপ দেখাবে আবহাওয়া

প্রসঙ্গত, ২০২১ সালে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন মুকুল রায়। জিতে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। কিন্তু পরে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেও বিধায়কপদ থেকে ইস্তফা দেননি। ফলে তিনি বিজেপি বিধায়ক হয়েই থেকে গিয়েছিলেন। এই নিয়ে বিজেপি বিধানসভার স্পিকারের কাছে অভিযোগ জানালে স্পিকার জানিয়ে দিয়েছিলেন, মুকুল বিজেপিতেই আছেন। এরপরই দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন জানান শুভেন্দু অধিকারী ও বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তখনই হাইকোর্ট এই রায় দিয়েছিল।

Leave a Comment