প্রীতি পোদ্দার, কলকাতা: পুরীর আদলে দিঘায় জগন্নাথ দেবের মন্দির নির্মাণ নিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাই উত্তরবঙ্গের বাসিন্দাদের জন্য নজরকাড়া উপহার নিয়ে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি অনুযায়ী শিলিগুড়িতে নির্মাণ করতে চলেছেন মহাকাল মন্দির (Mahakal Temple In Siliguri)। জানা গিয়েছে, আজ, শুক্রবার মাটিগাড়ায় বহু প্রতীক্ষিত মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন তিনি। এটিই হতে চলেছে দেশের মধ্যে সবচেয়ে বড় মহাকাল মন্দির।
মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মমতা!
কয়েক মাস আগে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত হয়ে গিয়েছিল উত্তরবঙ্গ। সেই সময় দার্জিলিং পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় ক্ষতিগ্রস্ত পরিস্থিতি পর্যালোচনার সময়েই তিনি সেখানকার মহাকাল মন্দিরেও গিয়েছিলেন। এবং পুজো দিয়ে সেই মন্দির চত্বর থেকেই ঘোষণা করেছিলেন যে, শিলিগুড়িতে তৈরি হবে সবচেয়ে বড় শিব এবং মহাকাল মন্দির। অর্থাগ্নির্বাচনের আগেই উত্তরবঙ্গের মানুষদের নয়া উপহার দিলেন মমতা। জানা গিয়েছে, আজ অর্থাৎ শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ মাটিগাড়ায় বহু প্রতীক্ষিত এই মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন তিনি।
এক লক্ষ মানুষের দর্শনের ব্যবস্থা থাকবে!
সূত্রের খবর, শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণের জন্য মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব গৃহীত হয়েছিল। তখন এই প্রকল্পকে চূড়ান্ত অনুমোদন পর একটি ট্রাস্ট গঠন করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করা হয় শিলিগুড়ি শহরের পাশেই উজানু মৌজায় মাটিগাড়া ব্লকের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের অধীনে নির্মাণ হবে এই মন্দির। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই নয়া মহাকাল মন্দিরটি ১৭ একর জমিতে নির্মিত হবে। এবং এই মন্দির নির্মাণের দায়িত্বে থাকবেন ওয়েস্ট বেঙ্গল হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন বা WBIDC। এছাড়াও এক লক্ষ মানুষের দর্শনের ব্যবস্থা রয়েছে এই মন্দিরে।
আরও পড়ুন: বিধায়কই থাকবেন মুকুল! হাইকোর্টের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
শিলিগুড়ির এই মহাকাল মন্দিরটির পাশেই রয়েছে রেললাইন ও চামটা নদী। সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে রেলগেট, কারণ মন্দিরস্থলের প্রবেশপথ হিসেবে যে এলাকা বেছে নেওয়া হয়েছে, সেখানেই মাটিগাড়ার অন্যতম রেলপথ। যদিও শিলিগুড়ির মেয়র আশ্বাস দিয়েছেন, বিষয়টি প্রশাসন নজরে রাখছে। মন্দির তৈরির পর ওভারব্রিজ তৈরি করে যাতায়াত মসৃণ করার ব্যবস্থা করার ভাবনা চিন্তা রয়েছে বলেও খবর। অন্যদিকে আজই যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরের শিলান্যাস করবেন, তাই সকাল থেকে বেশ আটোসাঁটো রয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রচুর এলইডি পর্দা লাগানো হয়েছে। যাতে উদ্বোধন অনুষ্ঠান প্রত্যেকের দেখতে সুবিধা হয়।